হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে মানুষের দৈনন্দিন রুটিন পরিবর্তন হয়ে গেছে। যেমন- অনেককেই অফিসের কাজ করতে হচ্ছে বাসায়। তাই কাজটা নির্বিঘ্নে করতে অন্য যেকোনো সময়ের চেয়ে ইন্টারনেটের গতি ভালো থাকা চাই! কিন্তু ওয়াইফাই ব্যবহারে ধীরগতির ইন্টারনেট পেলে কী করবেন? সমাধান জেনে নিন-
* এন্টানা কত বড়, এটা কত দূর পর্যন্ত নিরবচ্ছিন্ন সিগনাল দিতে পারে, এগুলো খেয়াল করেনই রাউটার কিনুন। রাউটার যতটা সম্ভব ওপরে রাথতে পারলে ভালো হয়। এটির আশেপাশে কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস থাকলে সিগনালে বাঁধা পায়। ফ্লোর বা নিচু জায়গাতেও রাউটার রাখা যাবে না।
* ইন্টারনেট সেবা দাতারা বেশিরভাগ সময়ই রাউটার অন-অফ করার পরামর্শ দিয়ে থাকেন। আপনি সেটি না করে রাউটারের ফার্মওয়্যার সর্বশেষ সংস্করণে আপডেটেড রাখার চেষ্টা করুন।
* ওয়াইফাই রাউটার এমন এক জায়গায় রাখা যা পুরো বাড়ির কেন্দ্র বা এ ধরনের জায়গায় থাকবে। যাতে বাড়ির সম্ভাব্য যে জায়গাতেই বসে ইন্টারনেট ব্যবহার করি না কেন, ওয়াইফাইয়ের সর্বোচ্চ সিগনাল পাওয়া যায়।
* ওয়াইফাই-এর শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করতে হবে। অনেক সময় পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে অননুমোদিত কেউ নেটওয়ার্কে যুক্ত হয়ে যায়। এতে গতি কমে যেতে পারে।
* অনেক সময় ম্যালওয়ারের কারণে ওয়াইফাইতে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। সেক্ষেত্রে ম্যালওয়্যার রিমুভ করে নিতে হবে।