করোনা: রাশিয়ার জামে মসজিদগুলোতে বিরতিহীন কুরআন খতম শুরু

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোর আল জামে গ্র্যান্ড মসজিদে দেশটির মুফতিদের সংগঠন মুফতিন কাউন্সিল কুরআন খতমের আয়োজন করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তির জন্য রাশিয়ার মসজিদে বিরতিহীন কুরআন খতম শুরু হয়েছে।

মুফতি কাউন্সিলের পক্ষে রুশ মুসলমানদের আধ্যাত্মিক নেতা শায়খ রাবি আইনুদ্দিন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন না ঘটে এজন্য আমরা বিরতিহীন কুরআন খতমের আয়োজন করেছি। মহান আল্লাহর নিকট আমাদের আরজু তিনি যেন এই ওসিলায় আমাদের চলমান সৃষ্ট বিপদ থেকে রক্ষা করেন। আমাদের বিশ্বাস বিশেষ এই ইবাদতের বদৌলতে মহান স্রষ্টা তাঁর বান্দাদের দোয়া কবুল করবেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস রাশিয়ায়ও প্রবেশ করেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে অন্তত শতাধিক রুশ নাগরিক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর