হাওর বার্তা ডেস্কঃ বিনামূল্যে স্মার্টফোন জীবাণুমুক্ত করার বিশেষ সেবা দিচ্ছে হুয়াওয়ে। প্রযুক্তি প্রতিষ্ঠানটির গ্রাহকরা এ সেবা উপভোগ করতে পারবেন হুয়াওয়ে অনুমোদিত বাংলাদেশের সকল সার্ভিস সেন্টার থেকে।
বিশেষ এ সেবাটি ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে। সারাদেশের ১৮টি সার্ভিস সেন্টার থেকে হুয়াওয়ের সব স্মার্টফোন ব্যবহারকারীরা বিনামূল্যে মোবাইল জীবাণুমুক্তকরণ সেবাটি পাবেন।
ফোনকে ফাঙ্গাস ও ভাইরাস মুক্ত করতে জীবাণুমুক্ত বিশেষ একটি যন্ত্রের (ফোন ডিসইনফেকশন) অভ্যন্তরে স্মার্টফোন প্রবেশ করিয়ে নির্দিষ্ট সময় পর ফোনকে জীবাণুমুক্ত করা হবে। এ সেবা পেতে গ্রাহকদের কোনো ফি দিতে হবে না।
এর ফলে গ্রাহকরা নির্বিঘ্নে আরো বেশিদিন হুয়াওয়ের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন এবং নিজেদেরকে নিরাপদ রাখতে পারবেন।
সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের ফলে বিশ্বব্যাপী প্রার্দুভাব চলছে। বিশেষজ্ঞরা নিজেদের নিরাপদে থাকার জন্য অনেক পরামর্শও দিচ্ছেন।
তারা বলছেন, নিত্য প্রয়োজনীয় অন্য জিনিসপত্রের মতো মোবাইল ফোন ব্যবহারেও সতর্কতা অবলম্বন করতে হবে।
এজন্য মোবাইল ফোন জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখা প্রয়োজন। এরই প্রেক্ষিতে মোবাইল ফোন জীবাণুমুক্তকরণের বিশেষ এ সেবার উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে।