টানা তিন সপ্তাহ বন্ধ থাকার পর খুলে দেওয়া হল সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান,ফেসবুক খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ফেসবুক খোলার পেছনে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিশেষ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলদেশের তরুণ প্রজন্মের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে অশেষ ধন্যবাদ বাংলাদেশে ফেসবুক পুনরায় খুলে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ।