হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মুগদায় ছিনতাইকারীর হামলায় এক নারীর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।
আজ রোববার (১৫ মার্চ) ডিএমপি অতিরিক্ত উপ-কমিশনার শাহিদুর রহমান জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মিজুয়ান মিয়া (২৯), শেখ লিটন (৩৮), আবদুল মজিদ (৩৩) ও রফিক হাওলাদার (৪২)।ডিএমপি অতিরিক্ত উপ-কমিশনার শাহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের হোতা মান্নান ওরফে মনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার, এক রাউন্ড গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরি উদ্ধার করা হয়।উল্লেখ্য, গেল ২৯ ফেব্রুয়ারি শনিবার ভোরে মুগদা স্টেডিয়ামের সামনে রিকশায় থাকা তারিনা বেগম লিপির (৩৮) হাত ব্যাগ ছিনতাইকারীরা টান দিলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পড়ে হাসপাতালে তার মৃত্যু হয়।