হাওর বার্তা ডেস্কঃ সারা বিশ্বে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। আর এই ভাইরাসের থাবা থেকে বাদ যায়নি বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানও। বাতিল হয়ে গিয়েছে তার বিদেশ সফর। এপ্রিলের ৩ থেকে ১২ তারিখ পর্যন্ত টরেন্টো, হিউস্টন, আটলান্টা, বস্টনে শো করার কথা ছিল তার। কিন্তু মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমকে সালমান জানিয়েছেন, করোনার প্রকোপে বিদেশ সফর বাতিল করছি। পরিস্থিতি ঠিক হলে আবার দিন ঘোষণা করব।
কিছু দিন আগেই করোনাভাইরাসের জন্য বাতিল হয়েছে সালমান খান অভিনীত ‘রাধে’ ছবির শুটিং। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, থাইল্যান্ডে এই ছবির শুটিং হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। কিন্তু ভাইরাস আতঙ্কের জন্য ছবির প্রযোজক এবং সালমান সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তে থাইল্যান্ডে গিয়ে ছবির শুটিং করা ঠিক হবে না।
করোনা আতঙ্কের ফলে আগেই স্থগিত হয়েছে আইফা, বিয়ের ভেন্যু পাল্টাচ্ছেন বরুণ ধাওয়ন, অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন হৃতিক রোশন। সব মিলিয়ে বলিউডেও করোনাভাইরাসের আতঙ্ক বেড়েই চলেছে।