ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুঁইয়ের বিশেষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ দর্শকপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, অভিনয়ে এক দশক পার করেছেন। এই সময়ে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় সুবাদে ইতিমধ্যে পরিচালকদের কাছে চ্যালেঞ্জিং নানা চরিত্রের জন্য নির্ভরযোগ্য অভিনেত্রীতেও পরিণত হয়েছেন তিনি। তাই তাকে নিয়ে এখন বিশেষ বিশেষ গল্পের নাটক নির্মাণ হচ্ছে। ঠিক তেমনি আগামী স্বাধীনতা দিবসের জন্য নির্মিত বিশেষ নাটক ‘বাবা ও কাকতাড়ুয়ার গল্প’তে অভিনয় করেছেন জুঁই। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। এতে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। কারণ এই নাটকে তিনি একইসঙ্গে তিনজন বিশিষ্ট অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তারা হচ্ছেন দিলারা জামান, খায়রুল আলম সবুজ ও তারিক আনাম খান।

তারিক আনাম খানের সঙ্গে এর আগে একই নাটকে কাজ করলেও এবারই প্রথম তিনি তার সহধর্মিণীর চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জুঁই বলেন, বিশেষ এই নাটকে আমি তিনজন বিশিষ্ট শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য সত্যিই খুব সৌভাগ্যের। সিনিয়র শিল্পীরা আমাকে তাদের স্নেহ দিয়ে আমার অভিনয়ের প্রতি আস্থা রেখে যে সহযোগিতার মনোভাব নিয়ে অভিনয় করেছেন, এটাই শিল্পী হিসেবে আমার প্রাপ্তি। উল্লেখ্য, আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাবা ও কাকতাড়ুয়ার গল্প’ নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। এদিকে এরইমধ্যে আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য শামীম জামানের রচনা ও পরিচালনায় সাত পর্বের ঈদ ধারাবাহিক ‘ছোট মিয়া বড় মিয়া’ নাটকের কাজ শেষ করেছেন জুঁই। এতে তার বিপরীতে আছেন শামীম জামান। এছাড়াও শিগগিরই তিনি কায়সার আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’র দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন। গত ৮ই মার্চ থেকে নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জুঁইয়ের বিশেষ

আপডেট টাইম : ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

হাওর বার্তা ডেস্কঃ দর্শকপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, অভিনয়ে এক দশক পার করেছেন। এই সময়ে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় সুবাদে ইতিমধ্যে পরিচালকদের কাছে চ্যালেঞ্জিং নানা চরিত্রের জন্য নির্ভরযোগ্য অভিনেত্রীতেও পরিণত হয়েছেন তিনি। তাই তাকে নিয়ে এখন বিশেষ বিশেষ গল্পের নাটক নির্মাণ হচ্ছে। ঠিক তেমনি আগামী স্বাধীনতা দিবসের জন্য নির্মিত বিশেষ নাটক ‘বাবা ও কাকতাড়ুয়ার গল্প’তে অভিনয় করেছেন জুঁই। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। এতে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। কারণ এই নাটকে তিনি একইসঙ্গে তিনজন বিশিষ্ট অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তারা হচ্ছেন দিলারা জামান, খায়রুল আলম সবুজ ও তারিক আনাম খান।

তারিক আনাম খানের সঙ্গে এর আগে একই নাটকে কাজ করলেও এবারই প্রথম তিনি তার সহধর্মিণীর চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জুঁই বলেন, বিশেষ এই নাটকে আমি তিনজন বিশিষ্ট শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য সত্যিই খুব সৌভাগ্যের। সিনিয়র শিল্পীরা আমাকে তাদের স্নেহ দিয়ে আমার অভিনয়ের প্রতি আস্থা রেখে যে সহযোগিতার মনোভাব নিয়ে অভিনয় করেছেন, এটাই শিল্পী হিসেবে আমার প্রাপ্তি। উল্লেখ্য, আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাবা ও কাকতাড়ুয়ার গল্প’ নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। এদিকে এরইমধ্যে আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য শামীম জামানের রচনা ও পরিচালনায় সাত পর্বের ঈদ ধারাবাহিক ‘ছোট মিয়া বড় মিয়া’ নাটকের কাজ শেষ করেছেন জুঁই। এতে তার বিপরীতে আছেন শামীম জামান। এছাড়াও শিগগিরই তিনি কায়সার আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’র দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন। গত ৮ই মার্চ থেকে নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার শুরু হয়েছে।