ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
  • ১৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের আশঙ্কায় নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান লীগে ইন্টার মিলানের সঙ্গে ম্যাচ খেলেই নিজ বাড়ি পর্তুগালের মাদেইরাতে চলে গেছেন কোয়ারেন্টিনে’ থাকার জন্য। সেখান থেকেই রোনালদো সবাইকে আহ্বান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করার।

করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে নিজের আনুষ্ঠানিক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করেছেন ফুটবলের এই মহাতারকা। রোনালদো লিখেছেন, ‘পৃথিবী এখন অনেক বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দেয়া। আজ আমি আপনাদের সামনে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আসিনি। এসেছি একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে, যে কিনা বিশ্বের এই খারাপ সময় সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।’

জীবনঘাতী এই ভাইরাসের হাত থেকে বাঁচতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে বলেছেন জুভেন্টাসের এই তারকা, ‘আসুন আমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটাই সবচেয়ে বেশি কাজে দেবে।

মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি। যাদের কাছের মানুষ এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন, সবার জন্যই আমার প্রার্থনা ও ভালোবাসা। আমার সতীর্থ দানিয়েলে রুগানির মতো যারা এই ভাইরাসের সঙ্গে লড়ছেন, আমি তাদের পাশে আছি। যারা নিজেদের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচানোর জন্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার সমর্থন রইলো।’

করোনা ঠেকাতে পগবার ‘ড্যাব’
গোল করা কিংবা ম্যাচ জেতার পর পগবার ‘ড্যাব’ উদ্‌যাপনটা (নিজের বাহু মুখের সামনে এনে করা বিশেষ ধরনের উদ্‌যাপন) বেশ আলোচিত। নিজের বিবৃতিতে করোনা ঠেকাতে ‘ড্যাব’ এর ভূমিকা কতটুকু হতে পারে, সেটা দেখিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা। নিজের ‘ড্যাব’ করা একটি ছবি পোস্ট করে পগবা লিখেছেন, ‘আমাদের সবাইকে করোনা ভাইরাসের জন্য প্রস্তুত থাকতে হবে। কাশি এলে ড্যাব করুন, হাঁচি এলে ড্যাব করুন, করোনা ভাইরাসকে হারানোর পর ড্যাব করুন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি

আপডেট টাইম : ০৯:২২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের আশঙ্কায় নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান লীগে ইন্টার মিলানের সঙ্গে ম্যাচ খেলেই নিজ বাড়ি পর্তুগালের মাদেইরাতে চলে গেছেন কোয়ারেন্টিনে’ থাকার জন্য। সেখান থেকেই রোনালদো সবাইকে আহ্বান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করার।

করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে নিজের আনুষ্ঠানিক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করেছেন ফুটবলের এই মহাতারকা। রোনালদো লিখেছেন, ‘পৃথিবী এখন অনেক বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দেয়া। আজ আমি আপনাদের সামনে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আসিনি। এসেছি একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে, যে কিনা বিশ্বের এই খারাপ সময় সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।’

জীবনঘাতী এই ভাইরাসের হাত থেকে বাঁচতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে বলেছেন জুভেন্টাসের এই তারকা, ‘আসুন আমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটাই সবচেয়ে বেশি কাজে দেবে।

মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি। যাদের কাছের মানুষ এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন, সবার জন্যই আমার প্রার্থনা ও ভালোবাসা। আমার সতীর্থ দানিয়েলে রুগানির মতো যারা এই ভাইরাসের সঙ্গে লড়ছেন, আমি তাদের পাশে আছি। যারা নিজেদের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচানোর জন্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার সমর্থন রইলো।’

করোনা ঠেকাতে পগবার ‘ড্যাব’
গোল করা কিংবা ম্যাচ জেতার পর পগবার ‘ড্যাব’ উদ্‌যাপনটা (নিজের বাহু মুখের সামনে এনে করা বিশেষ ধরনের উদ্‌যাপন) বেশ আলোচিত। নিজের বিবৃতিতে করোনা ঠেকাতে ‘ড্যাব’ এর ভূমিকা কতটুকু হতে পারে, সেটা দেখিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা। নিজের ‘ড্যাব’ করা একটি ছবি পোস্ট করে পগবা লিখেছেন, ‘আমাদের সবাইকে করোনা ভাইরাসের জন্য প্রস্তুত থাকতে হবে। কাশি এলে ড্যাব করুন, হাঁচি এলে ড্যাব করুন, করোনা ভাইরাসকে হারানোর পর ড্যাব করুন।’