হাওর বার্তা ডেস্কঃ স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা ‘বিশ্বরঙ’ এর কর্ণধার বিপ্লব সাহা গান করেন। সম্প্রতি জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার সঙ্গে একটি গান রেকর্ড করেছেন। গানটির শিরোনাম ‘মন’। কণার এই গানে ঠোঁট মেলালেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। এক ফটোশুটে গিয়ে বিপ্লব সাহার সঙ্গে কণার গানে লিপসিং করেন ন্যান্সি। গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। মিউজিক আয়োজনে ছিলেন ইয়াসিন হোসেন।
বিপ্লব সাহা বলেন, ‘ন্যান্সির সঙ্গে আমার গান আসবে। তার আগেই নিজের উদারতার পরিচয় দিলেন তিনি। ফটোশুটে গিয়ে কণার সঙ্গে গাওয়া একটি গানে ঠোঁট মেলালেন তিনি। সাধারণত একই সেক্টরের শিল্পীদের মাঝে এমন ব্যাপার ঘটে না। ন্যান্সি কয়েকবার গানটি শুনেছেন ঠোঁট মেলানোর জন্য। জানিয়েছেন তার কাছে গানটি খুব ভালো লেগেছে। কণার সঙ্গে গাওয়া গানটি শিগগিরই প্রকাশিত হবে। গানটি শ্রুতিমধুর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ন্যান্সি তো ঠোঁট মিলিয়ে ভিডিও করলেন।’
প্রসঙ্গত, গেল কয়েক বছর ধরে নিয়মিত গান করেন বিপ্লব সাহা। তার অ্যালবামও প্রকাশিত হয়েছে।