হাওর বার্তা ডেস্কঃ বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে দুই নারী মাদক বিক্রেতাসহ ৭ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা।
শুক্রবার রাতে নগরীর রূপাতলী লালা দীঘির দক্ষিণ পাড় এবং রূপাতলী পল্লি বিদ্যুতের সামনে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- আবুল কাশেম, সাইফুল সরদার, রাসেল খাঁন, শিহাব হাওলাদার, সাইফুল, লাভলী আক্তার ও কমলা বেগম।
শনিবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মাদক মামলায় আটকৃকতদের গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক পলি আফরোজ মাদক তাদের কারাগারে প্রেরণ করেন।
মহানগর ডিবি পুলিশের ওসি ছগির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপাতলী লালা দিঘির দক্ষিণ পাড় ৪২ নং পূর্ব রূপাতলীর আব্দুল মান্নান ডাকুয়ার ঘরে এবং রুপাতলী পল্লি বিদ্যুতের সামনে ইউসুফ কাজীর ভবনে পৃথক অভিযান চালানো হয়। এ সময় ৭ জন মাদক বিক্রেতাকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোতোয়ালী মডেল থানায় পাঠানো হয়। পরে থানা থেকে আদালতে সোপর্দ করা হলে বিচারক মাদক তাদের কারাগারে প্রেরণ করেন।