হাওর বার্তা ডেস্কঃ লাইভে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন, আর উঠেই দেখলেন আপনি লাখপতি! প্রশ্ন করতেই পারেন, এটাও সম্ভব? টিকটকের কল্যাণে সম্ভব হয়েছে।
রাতে টিকটকে লাইভ স্ট্রিমিং করে থাকেন কয়েকশ’ ব্যবহারকারী। লাইভে যাওয়ার আগে, টিকটক স্লিপ- স্ট্রিমার্স মারফত কিছু প্রচারমূলক ভিডিও পোস্ট করতে হয় ফিডে। যেখানে উল্লেখ থাকে রাতে স্লিপ স্ট্রিম শুরু করতে চলেছে ব্যবহারকারী। এরপরই, ফোনটিকে রেখে ঘুমানোর প্রস্তুতি নিয়ে লাইভ বাটন প্রেস করলেই হলো!
ওসকার রিয়াস নামের এক ব্যবহারকারী রাতে লাইভস্ট্রিমিং করে প্রচুর অর্থ আয় করেছেন। প্রথমবারের অভিজ্ঞতা প্রসঙ্গে ওসকার বলেন, ঘুম থেকে উঠে লাইভ বন্ধ করার পর দেখি ছয় হাজার নতুন ফলোয়ার্স! কিন্তু পরবর্তী কালে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেয়ায় অনেক ফলোয়ার্স চলে যায়।
জয়ী ফে, ২৪ নামের এক ব্যবহারকারী জানায়, সারা রাত ড্রাইভ করছিলাম। সে সময় টিকটকে স্লিপ স্ট্রিমিং শুরু করি। সকালে লাইভ স্ট্রিমিং বন্ধ করার পর দেখতে পাই ৫০ ডলার ডিজিটাল কয়েন পাঠিয়েছে আমাকে।