হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস ছড়ানোর গতিতে লাগাম দিতে চীনে সাময়িক বন্ধ করে দেয়া হয়েছিল অ্যাপলের বিক্রয় কেন্দ্রগুলো। গত দুই সপ্তাহে ধাপে ধাপে প্রতিটি স্টোরই খোলা হয়েছে।
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ফেব্রুয়ারিতে চীনের ৪২টি স্টোরই বন্ধ করে দেয়। স্টোরগুলো বন্ধ রাখার ফলে মার্চের মুনাফার পূর্বাভাসে অ্যাপলকে বেশ খানিকটা ‘ঘাটতিতে’ পড়তে হতে পারে। তবে চীনে করোনাভাইরাসের পরিস্থিতির হয়তো উন্নতি হচ্ছে, তাই অ্যাপলও ফের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। খবর ব্লুমবার্গ, রয়টার্স।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাপল প্রধান টিম কুক বলেন, আমার কাছে মনে হয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিচ্ছে চীন। আপনি সংখ্যা দেখুন, এটি দিন দিন কমছে। আমি এখানে খুব আশাবাদী। অন্যদিকে ভাইরাসের কবলে পড়ে চলতি সপ্তাহের প্রথমে ইতালিতে ১৭টি স্টোরই বন্ধ করে দিয়েছে অ্যাপল।