হাওর বার্তা ডেস্কঃ চীনের উহান অঞ্চল থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মারাত্মক রূপ ধারণ করেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসের আতঙ্ক। এতে এখন পর্যন্ত কতজন আক্রান্ত ও মৃত্যুবরণ করেছে তা জানাচ্ছে ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ।
করোনা-ট্রেকার নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে জানা যাচ্ছে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য। কোন দেশে কতজন আক্রান্ত ও মারা গেছেন সে সংখ্যাটিও উল্লেখ করা আছে ওয়েবসাইটটিতে। এছাড়া ‘ট্রাভেল অ্যালার্ট’ অপশনে ক্লিক করে জানা যাবে কোন দেশ ভ্রমণের জন্য কতটা উপযোগী। এক কথায় বিশ্বব্যাপী সব তথ্য পাওয়া যাচ্ছে করোনা-ট্রেকার (https://www.coronatracker.com/) এ।
এদিকে ভারতের গোয়া পিসিসিই এর কয়েকজন শিক্ষার্থী করোনা সম্পর্কিত ওয়েব অ্যাপ তৈরি করেছেন। তারা জানিয়েছেন, ওয়েব অ্যাপটি (https://corona-virus.netlify.com/) করোনাভাইরাস ট্র্যাক করতে সাহায্য করবে। তবে এটি বানাতে তাদের কোনো খরচ হয়নি। তাই বিনামূল্যেই ওয়েব অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে।