হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লায় সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক সাংবাদিককে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কুমিল্লার টমছম ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত সিরাজুল ইসলাম নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা এবং দৈনিক সময়ের আলো পত্রিকায় কুমিল্লা জেলার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দৈনিক ময়নামতি নামে কুমিল্লার একটি স্থানীয় দৈনিকেও কাজ করেন।
আহত সিরাজ জানান, দৈনিক ময়নামতি অফিসে দায়িত্ব পালন শেষে রাতে বাসায় ফেরার পথে টমছম ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোশ পরিহিত ৮/১০ জন সন্ত্রাসী তাকে ঘেরাও করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গালমন্দ শুরু করে। এসময় চর্থার মাদক ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে আর কিছু না লিখার জন্য বলা হয়। আর লিখলে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেওয়া হয়। এরপরই হঠাৎ তাকে এলোপাতাড়ি মারধর করে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
আহত সিরাজের ভাই রুহুল আমিন বলেন, হামলার পর ওই সন্ত্রাসীদের পালিয়ে চর্থা এলাকায় ঢুকতে দেখেছেন স্থানীয়রা। আমরা সকালে এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।