বেড়েই চলেছে করোনার প্রকোপ, মৃতের সংখ্যা ২৯২২

হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে উৎপত্তি হওয়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে সারা বিশ্বের বিভিন্ন দেশে। আগের তুলনায় চীনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। তবে বিপরীত চিত্র বাইরের দেশে। এরই মধ্যে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। আতঙ্ক বেড়ে চলেছে অন্যান্য দেশগুলোতেও।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শুক্রবার দেশটিতে করোনা আক্রান্ত ৪৭ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছে ৪২৭ জন, এর মধ্যে প্রায় সবই হুবেইয়ে। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ৩৯ হাজার ২ জনকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে।

ইরানে করোনাভাইরাস প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দাবি করেছে, করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে। তবে এ খবর অস্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সেখানে এ পর্যন্ত মোট ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেচ, আর মারা গেছে ৩৪ জন।

ইউরোপের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ৮৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ২১ জন।

এছাড়া, দক্ষিণ কোরিয়ায় শুক্রবার নতুন করে ৫৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩১ জন, যা চীনের বাইরে সর্বোচ্চ। দেশটিতে ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

বিশ্বের অন্তত ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্তত ৮৭ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর