আমাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কিছু লোক গাজাকে নেশার কাজে ব্যবহার করলেও, কানাডার এক যন্ত্রপ্রকৌশলী এটাকে ব্যবহার করেছেন চিকিৎসার মত মহৎ কাজে। চিকিৎসা বিদ্যায় শিক্ষিত না হলেও, স্বশিক্ষিত ডাক্তার রিক সিম্পসন গাঁজার মাধ্যমে নিজের ক্যান্সার রোগের চিকিৎসা করার পর সুস্থ করেছেন ৫ হাজারেরও বেশি রোগীকে।
যুক্তরাষ্ট্রের একটি অনলাইন পত্রিকা এ্যানোনেইমসকে দেওয়া এক সাক্ষাতকারে রিক জানিয়েছেন তার সুস্থ হয়ে ওঠার বিরল গল্প আর তারপর, অন্যদের চিকিৎসার কথা।
অনেক আগে রিকের মুখের একটি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল স্ক্রিন ক্যান্সারের। বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে চিকিৎসা করানোর তিনি যখন সুস্থ হচ্ছিলেন না। তখন কাকতালীয়ভাবে গাঁজার তেলই তাকে মুক্তি দেয় ক্যান্সার থেকে।
তিনি জানান, তখন কানাডায় গাঁজার বৈধতা দাবির আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। আন্দোলন প্রেক্ষিতে নিজবাড়িতে শখের বসে লাগান গাঁজার গাছ। একদিন তিনি কৌতূহল বসত তার ক্যান্সার আক্রান্ত মুখের ক্ষততে ব্যবহার করেন গাঁজার নির্যাস। তাতেই পান সফলতা।
যন্ত্রপ্রকৌশল বিদ্যায় পড়াশোনা করা স্বশিক্ষিত ডাক্তার রিক সেদিনের পর আবিষ্কার করেন গাঁজার তেলে ভালো হতে পারে ক্যান্সারসহ কয়েকটি জটিল রোগ।
এ প্রসঙ্গে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কীভাবে তিনি স্ক্রিন ক্যান্সার কার্সিনোমা আর দুর্নীতিগ্রস্ত ডাক্তারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এরই অংশ হিসেবে তিনি গাঁজা ব্যবহার করে ৯০ দিনের মধ্যে সুস্থ করেছেন ডায়াবেটিকস, ধমনি সংক্রান্ত রোগ, মাল্টিপল স্ক্লেরোসিস, মৃগীরোগ, হাঁপানি, সিরোসিস রোগ।