হাওর বার্তা ডেস্কঃ নওগাঁর মহাদেবপুরে নসিমন উল্টে মোস্তাফিজুর রহমান নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার হাট-চকগৌরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর জেলার মান্দা উপজেলার সতিহাট মীরপুর গ্রামের আকরাম আলীর ছেলে।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, মহাদেবপুর থেকে একটি মালবাহী নসিমন হাট-চকগৌরী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে চালক মোস্তাফিজুরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।