হাওর বার্তা ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মুশফিক।
এটি মুশফিকের ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। একমাত্র বাংলাদেশি হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান এখন মুশফিক। এছাড়াও এ ম্যাচে একাধিক কীর্তি গড়েছেন এ ব্যাটসম্যান।
শতক হাঁকানোর পর সাদাসিধে উদযাপন করলেও ডাবল সেঞ্চুরির পর অনেকটাই খ্যাপাটে উদযাপন করেন মুশফিক। ডাবল সেঞ্চুরির পর প্রথম দফায় ব্যাটটাকে বাতাসে ঘুরিয়ে লাফিয়ে উঠে উদযাপন সারেন তিনি।
এরপর গ্লাভস, হেলমেট খুলে কাউকে ভয় দেখানোর মতো ভঙ্গিতে গর্জন করে ওঠেন মুশফিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক জানালেন এমন খ্যাপাটে উদযাপনের কারণ। তার ডাইনোসর ভক্ত ছেলের সেলিব্রেশন নকল করেছেন তিনি।
মুশফিক বলেন, ‘সেলিব্রেশন নরমালি আমি আগে থেকে ওরকম চিন্তা করিনি বা করার পরও যে এরকম হবে তেমনটি না। কিন্তু আমার ছেলে ডাইনোসরের বড় ফ্যান, ডাইনোসর দেখলে ও একটু অন্য রকম সেলিব্রেশন করে। জাস্ট সেটাই নকল করার চেষ্টা করেছি। আমার ডাবল সেঞ্চুরিটা আমার ছেলের জন্য।’