হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩ জন। শনিবার ভোর ৬টার দিকে গোড়াই জুঁই-যুথী পাম্পের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৬টার দিকে উপজেলার গোড়াই থেকে যাত্রীবাহী একটি লেগুনা ধেরুয়া এলাকায় জুঁই-যুথী পাম্পে জ্বালানি তেল নিতে ঢুকছিল। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ৫ যাত্রীকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও দু’জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার গোবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর বেগম, একই গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস ও রংপুর জেলার রাশেদা বেগম। নিহতরা সবাই নাসির গ্লাস কারখানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত তিনজন হলেন- হেলেনা, পারভীন ও রেজিয়া আক্তার।