প্রশাসনে পাঁচ কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
বিসিকের চেয়ারম্যান আহমেদ হোসেন খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়), বাংলাদেশ বেতারের মহাপরিচালক আখতার উদ্দিন আহম্মেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, এনজিও ব্যুরোর মহাপরিচালক নুরুন্নবী তালুকদারকে পিএসসি সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়), মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) চেয়ারম্যান বেগম শাহীন খানকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়), স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।