হাওর বার্তা ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক আপডেট আসছে। বিশেষ করে তারা নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়েছে। বিশ্বব্যাপী ‘অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ নামের একটি ফিচার যুক্ত করেছে ফেসবুক। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক থেকে যেসব সাইট বা অ্যাপ তথ্য শেয়ার করে, তা মুছে ফেলতে পারবেন।
যেভাবে ব্যবহার করবেন অফ-ফেসবুক অ্যাকটিভিটি-
* ফেসবুকের সেটিংস অপশনে যান।
* সেটিংস থেকে ইওর ফেসবুক ইনফরমেশনে যান।
* সেখান থেকে অফ-ফেসবুক অ্যাকটিভিটি নির্বাচন করুন। সরাসরি যাওয়ার লিংক (https://www.facebook.com/off_facebook_activity/)
* আপনার ব্যবহার করা কিছু ওয়েবসাইট ও অ্যাপ এখানে তুলে ধরা হবে। অ্যাপের আইকনে ক্লিক করে ওই উৎসের বিস্তারিত জানতে পারবেন। ওই তালিকায় তৃতীয় পক্ষের কাছ থেকে ফেসবুকের পাওয়া গত ১৮০ দিনের কার্যক্রমের বিষয়গুলো প্রদর্শিত হবে। ‘ক্লিয়ার হিস্টোরি’ ক্লিক করে এসব তথ্য মুছে ফেলতে পারবেন।
* ট্র্যাকিং বন্ধ করতে মেন্যু থেকে ‘ম্যানেজ ইওর অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ অংশে গিয়ে ‘ফিউচার অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ টুল করে দিলে ভবিষ্যতে ফেসবুক আর কার্যক্রম সংরক্ষণ করবে না। তবে এটি ফেসবুককে তৃতীয় পক্ষের তথ্য পাঠানো বন্ধ করবে না।