হাওর বার্তা ডেস্কঃ প্রায় দুই বছর ফেসবুকের পেমেন্ট অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ পে’র মাধ্যমে পরীক্ষামূলকভাবে টাকা পাঠানো হয়েছে। এতে প্রায় ১০ লাখ ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করেছেন।-খবর আনন্দবাজার পত্রিকার।
সংবাদমাধ্যমটি জানায়, আইসিআইআই ব্যাংকের সঙ্গে প্রায় দুই পরীক্ষামূলকভাবে টাকা পাঠানোর কার্যক্রম চালিয়েছে ‘হোয়াটসঅ্যাপ পে’। এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর অনুমোদন পেয়েছে অ্যাপটি। সম্প্রতি অ্যাপটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রাথমিক ছাড়পত্র পেয়েছে।
এতোদিন ‘হোয়াটসঅ্যাপ পে’র ডেটা বা তথ্য কোন সার্ভারে জমা রাখা হবে বিষয়ে সরকার আলোচনা করেছিলো। প্রাথমিকভাবে ‘হোয়াটসঅ্যাপ পে’ পুশ পদ্ধতিতে প্রায় এক কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়া হবে। এরপর সরকারের বেঁধে দেয়া মাপকাঠি পূরণ করলেই প্ল্যাটফর্মটি খুলে দেয়া হবে।
অনেকের দাবি, গুগল পে, ফোন পে, পেটিএম এর মতো অ্যাপের কাছে ‘হোয়াটসঅ্যাপ পে’ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ প্রায় ৪০ কোটি ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই ‘হোয়াটসঅ্যাপ পে’ দ্রুত ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ জানান, ছয় মাসের মধ্যে হোয়াটসঅ্যাপ পে পুরোদমে চালু হয়ে যাবে। এতে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর মতো সহজেই অ্যাপটির মাধ্যমে টাকা পাঠানো যাবে।