ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শূন্যের কোঠায় আনতে চান প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫
  • ২৪৭ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার প্রতিবেশি রাষ্ট্রগুলোর তুলনায় অনেক কম। তারপরও এর প্রকোপ শূন্যের কোঠায় নামিয়ে আনতে তার সরকার বদ্ধপরিকর। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও এনজিওদের যৌথ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসাসেবা ও সহযোগিতা প্রদানের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে আজ সোমবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ওইসব কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৭টি মেডিকেল কলেজসহ মোট ১২টি সরকারি হাসপাতালে এইচআইভি রোগ শনাক্তকরণ, চিকিৎসা, এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে ওষুধ বিতরণ এবং কাউন্সিলিং সেবাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, এছাড়া সেক্টর প্রোগ্রামের আওতায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের নিয়ে বিভিন্ন এইচআইভি প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি এইডস সম্পর্কিত সব তথ্যাদি একত্রিতকরণ ও সংরক্ষণের কাজ সক্রিয়ভাবে চলমান রয়েছে। তার সরকারের এসব কার্যক্রম সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্ব এইডস দিবসের এবারের প্রতিপাদ্য ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু : নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ অঙ্গীকার পালনে এইচআইভি আক্রান্তের প্রতি সামাজিক বৈষম্য রোধ, এইচআইভি আক্রান্তে মৃত্যুহার হ্রাস, এমডিজি-৬ ও এসডিজি-৩ এর এইডস সম্পর্কিত টার্গেট অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে তার সরকার দাতাগোষ্ঠী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, সরকারি-বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব এইডস দিবস পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত এবং এ লক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শূন্যের কোঠায় আনতে চান প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার প্রতিবেশি রাষ্ট্রগুলোর তুলনায় অনেক কম। তারপরও এর প্রকোপ শূন্যের কোঠায় নামিয়ে আনতে তার সরকার বদ্ধপরিকর। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও এনজিওদের যৌথ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসাসেবা ও সহযোগিতা প্রদানের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে আজ সোমবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ওইসব কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৭টি মেডিকেল কলেজসহ মোট ১২টি সরকারি হাসপাতালে এইচআইভি রোগ শনাক্তকরণ, চিকিৎসা, এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে ওষুধ বিতরণ এবং কাউন্সিলিং সেবাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, এছাড়া সেক্টর প্রোগ্রামের আওতায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের নিয়ে বিভিন্ন এইচআইভি প্রতিরোধমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি এইডস সম্পর্কিত সব তথ্যাদি একত্রিতকরণ ও সংরক্ষণের কাজ সক্রিয়ভাবে চলমান রয়েছে। তার সরকারের এসব কার্যক্রম সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্ব এইডস দিবসের এবারের প্রতিপাদ্য ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু : নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ অঙ্গীকার পালনে এইচআইভি আক্রান্তের প্রতি সামাজিক বৈষম্য রোধ, এইচআইভি আক্রান্তে মৃত্যুহার হ্রাস, এমডিজি-৬ ও এসডিজি-৩ এর এইডস সম্পর্কিত টার্গেট অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে তার সরকার দাতাগোষ্ঠী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, সরকারি-বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব এইডস দিবস পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত এবং এ লক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।