ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এক নজরে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা সাহিত্য ও রবীন্দ্রনাথ ঠাকুর অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কখনও বাংলা সাহিত্য কল্পনাও করা যায় না। বাংলা সাহিত্যের অন্যতম এই শ্রেষ্ঠ সাহিত্যিক কবি বাংলা ১২৬৮ সালের পঁচিশে বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ মে) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদাসুন্দরী দেবী। রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। তিনি বাংলা ১৩৪৮ সালের বাইশে শ্রাবণ (ইংরেজি ৭ আগস্ট ১৯৪১) কলকাতায় পৈতৃক বাসভবনে মৃত্যুবরণ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী-গল্পকার এবং ডাক্তার । আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি পরিচিত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি। যা তাকে প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার এনে দেয়। গীতাঞ্জলি, সোনার তরী, কল্পনা, বলাকা, চিত্রা, চৈতালি, মহুয়া, সেঁজুতি, পুনশ্চ, পূরবী, ভগ্ন হৃদয় ইত্যাদি তার প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। তার কাব্যে যেমন রোমান্টিকতা ছিল, তেমনি ছিল জীবনবোধ ও বাস্তবতার স্বাক্ষর।

বাংলা সাহিত্যে এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুর:-

✬ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম – জীবন স্মৃতি ও ছেলেবেলা।
✬ গীতাঞ্জলি প্রকাশ হয় – ১৯১০ সালে।
✬ গীতাঞ্জলি‘ র ভূমিকা লেখেন – ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস। 
✬ ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান – বাংলার মাটি বাংলার জল।
✬ আমার সোনার বাংলা – রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য – কবিকাহিনী (১৮৭৮)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য – বাল্মীকি প্রতিভা (১৮৮১)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ – ইউরোপ প্রবাসীর পত্র(১৮৮২)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ – বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস – চোখের বালি।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস – করুণা, ১৮৭৭-৭৮।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস – বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা – হিন্দু মেলার উপহার।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্য – বনফুল।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন – চীনা কবি চি-সি-লিজন।
✬ শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় – ২৪মার্চ, ২০০৪সালে।
✬ বাংলা ছোটগল্পের জনক বলা – রবীন্দ্রনাথ ঠাকুরকে।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম – শব্দতত্ত্ব।
✬ কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন – চার অধ্যায়।
✬ রবীন্দ্রনাথ নাইট উপাধি পান – ১৯১৫ সালে।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন – মহাত্ম গান্ধী।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন – বহ্মবান্ধব উপাধ্যায়।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন – ক্ষিতিমোহন সেন।
✬ রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে – ব্রাজিল।

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ?

উত্তরঃ- ৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী; দিকশূন্য ভট্টাচার্য ; নবীন কিশোর শর্মণ:; ষষ্ঠীচর দেবশর্মা
;বাণীবিনোদ বিদ্যাবিনোদ; শ্রীমতি কনিষ্ঠা , শ্রীমতি মধ্যমা।

প্রশ্নঃ- কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর(এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)

প্রশ্নঃ- ’বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ- ১৮৯২সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
উত্তরঃ- সোনার তরী

প্রশ্নঃ- লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন ?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর (২৯৮টি)

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর চৈনিক নাম কি?
উত্তরঃ- চু চেন তান

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
উত্তরঃ- ১৯৩৬সালে

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
উত্তরঃ- ১৯৪০সালে

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
উত্তরঃ-১৯১৩সালে

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?
উত্তরঃ- শেষ বয়সের প্রিয়া ।

প্রশ্নঃ- আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়া নাম দেন ?
উত্তরঃ- ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ করেন পূরবী কাব্য)

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উত্সর্গ করেন?
উত্তরঃ- তাসের দেশ

প্রশ্নঃ- ‘’আজি এ প্রভাতে রবির কর
/ কেমনে পশিল প্রাণের পর ’’পঙক্তিটি কার ?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর। (নির্ঝরের স্বপ্ন ভঙ্গ).

প্রশ্নঃ- শান্তিনিকেতন / ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?
উত্তরঃ- ১৯০১সালে । (কলকাতার অদূরে বোলপুরে)।

প্রশ্নঃ- হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসবের সূচনা করেন ?
উত্তরঃ-রাখিবন্ধন ।

প্রশ্নঃ- ‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’ উক্তিটি কার ?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?
উত্তরঃ-সঞ্চয়িতা

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে কোন কাব্য উৎসর্গ করেন ?
উত্তরঃ- বসন্ত(গীতিনাট্য ) নজরুল রবীকে > সঞ্চিতা

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?
উত্তরঃ-১৩টি।

প্রশ্নঃ-রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের বংশের নাম কি ছিল ?
উত্তরঃ- পিরালি ব্রাহ্মণ

প্রশ্নঃ- পারিবারিক উপাধী ?
উত্তরঃ- কুশারী

প্রশ্নঃ- আমার সোনার বাংলা — রচনা করেন?
উত্তরঃ-গগণ হরকরার সুরের অনুকরণে।

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস?
উত্তরঃ- করুণা, ১৮৭৭-৭৮

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস?
উত্তরঃ-চোখের বালি

প্রশ্নঃ- প্রথম ছোট গল্প ?
উত্তরঃ- ভিখারিনী

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পান ?
উত্তরঃ- ১৯১৫ সালে ।ত্যাগ করেন > ১৯১৯ সাল।

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন
উত্তরঃ- ক্ষিতিমোহন সেন।

প্রশ্নঃ- বাংলা ছোটগল্পের জনক বলা?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর ৷৷

বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এক নজরে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর

আপডেট টাইম : ১০:২৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০

হাওর বার্তা ডেস্কঃ বাংলা সাহিত্য ও রবীন্দ্রনাথ ঠাকুর অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কখনও বাংলা সাহিত্য কল্পনাও করা যায় না। বাংলা সাহিত্যের অন্যতম এই শ্রেষ্ঠ সাহিত্যিক কবি বাংলা ১২৬৮ সালের পঁচিশে বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ মে) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদাসুন্দরী দেবী। রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। তিনি বাংলা ১৩৪৮ সালের বাইশে শ্রাবণ (ইংরেজি ৭ আগস্ট ১৯৪১) কলকাতায় পৈতৃক বাসভবনে মৃত্যুবরণ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী-গল্পকার এবং ডাক্তার । আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি পরিচিত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি। যা তাকে প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার এনে দেয়। গীতাঞ্জলি, সোনার তরী, কল্পনা, বলাকা, চিত্রা, চৈতালি, মহুয়া, সেঁজুতি, পুনশ্চ, পূরবী, ভগ্ন হৃদয় ইত্যাদি তার প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। তার কাব্যে যেমন রোমান্টিকতা ছিল, তেমনি ছিল জীবনবোধ ও বাস্তবতার স্বাক্ষর।

বাংলা সাহিত্যে এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুর:-

✬ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম – জীবন স্মৃতি ও ছেলেবেলা।
✬ গীতাঞ্জলি প্রকাশ হয় – ১৯১০ সালে।
✬ গীতাঞ্জলি‘ র ভূমিকা লেখেন – ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস। 
✬ ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান – বাংলার মাটি বাংলার জল।
✬ আমার সোনার বাংলা – রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য – কবিকাহিনী (১৮৭৮)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য – বাল্মীকি প্রতিভা (১৮৮১)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ – ইউরোপ প্রবাসীর পত্র(১৮৮২)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ – বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস – চোখের বালি।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস – করুণা, ১৮৭৭-৭৮।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস – বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা – হিন্দু মেলার উপহার।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্য – বনফুল।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন – চীনা কবি চি-সি-লিজন।
✬ শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় – ২৪মার্চ, ২০০৪সালে।
✬ বাংলা ছোটগল্পের জনক বলা – রবীন্দ্রনাথ ঠাকুরকে।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম – শব্দতত্ত্ব।
✬ কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন – চার অধ্যায়।
✬ রবীন্দ্রনাথ নাইট উপাধি পান – ১৯১৫ সালে।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন – মহাত্ম গান্ধী।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন – বহ্মবান্ধব উপাধ্যায়।
✬ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন – ক্ষিতিমোহন সেন।
✬ রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে – ব্রাজিল।

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ?

উত্তরঃ- ৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী; দিকশূন্য ভট্টাচার্য ; নবীন কিশোর শর্মণ:; ষষ্ঠীচর দেবশর্মা
;বাণীবিনোদ বিদ্যাবিনোদ; শ্রীমতি কনিষ্ঠা , শ্রীমতি মধ্যমা।

প্রশ্নঃ- কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর(এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)

প্রশ্নঃ- ’বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ- ১৮৯২সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
উত্তরঃ- সোনার তরী

প্রশ্নঃ- লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন ?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর (২৯৮টি)

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর চৈনিক নাম কি?
উত্তরঃ- চু চেন তান

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
উত্তরঃ- ১৯৩৬সালে

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
উত্তরঃ- ১৯৪০সালে

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
উত্তরঃ-১৯১৩সালে

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?
উত্তরঃ- শেষ বয়সের প্রিয়া ।

প্রশ্নঃ- আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়া নাম দেন ?
উত্তরঃ- ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ করেন পূরবী কাব্য)

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উত্সর্গ করেন?
উত্তরঃ- তাসের দেশ

প্রশ্নঃ- ‘’আজি এ প্রভাতে রবির কর
/ কেমনে পশিল প্রাণের পর ’’পঙক্তিটি কার ?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর। (নির্ঝরের স্বপ্ন ভঙ্গ).

প্রশ্নঃ- শান্তিনিকেতন / ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?
উত্তরঃ- ১৯০১সালে । (কলকাতার অদূরে বোলপুরে)।

প্রশ্নঃ- হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসবের সূচনা করেন ?
উত্তরঃ-রাখিবন্ধন ।

প্রশ্নঃ- ‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’ উক্তিটি কার ?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?
উত্তরঃ-সঞ্চয়িতা

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে কোন কাব্য উৎসর্গ করেন ?
উত্তরঃ- বসন্ত(গীতিনাট্য ) নজরুল রবীকে > সঞ্চিতা

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?
উত্তরঃ-১৩টি।

প্রশ্নঃ-রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের বংশের নাম কি ছিল ?
উত্তরঃ- পিরালি ব্রাহ্মণ

প্রশ্নঃ- পারিবারিক উপাধী ?
উত্তরঃ- কুশারী

প্রশ্নঃ- আমার সোনার বাংলা — রচনা করেন?
উত্তরঃ-গগণ হরকরার সুরের অনুকরণে।

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস?
উত্তরঃ- করুণা, ১৮৭৭-৭৮

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস?
উত্তরঃ-চোখের বালি

প্রশ্নঃ- প্রথম ছোট গল্প ?
উত্তরঃ- ভিখারিনী

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পান ?
উত্তরঃ- ১৯১৫ সালে ।ত্যাগ করেন > ১৯১৯ সাল।

প্রশ্নঃ- রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন
উত্তরঃ- ক্ষিতিমোহন সেন।

প্রশ্নঃ- বাংলা ছোটগল্পের জনক বলা?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর ৷৷

বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।