ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদের সন্দেহ, রওশন এরশাদের ক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫
  • ৩৪৯ বার

পৌরসভা নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দেহে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের কর্মসূচিতে ডাকা হয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার সকালে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তারা। এসময় এরশাদ ও রওশন ছাড়াও দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এরশাদ বলেন, আগামী পৌরনির্বাচন সুষ্ঠু হয় কিনা সন্দেহ রয়েছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা আল্লাহই ভালো জানেন। যদি আওয়ামী লীগ সুষ্ঠু নিবাচন করতে পারে তাহলে মানুষ অতীত অপকর্ম ভুলে যাবে। তিনি বলেন, এখন পর্যন্ত জোটগতভাবে নির্বাচন করে কোনো সুফল পাইনি। তাই জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। নির্বাচন কমিশনের কাছে আমরা ১০ দিন সময় চেয়েছি। আশা করি, সাতদিন হলেও সময় দেবে তারা। রওশন এরশাদ বলেন, দলের এসব কার্যক্রমে আমাকে কখনো ঢাকা হয় না। আজকে এসেছি। আমি শুধু এটুকু বলবো, আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ার বিষয়ে পরামর্শ দেন রওশন এরশাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এরশাদের সন্দেহ, রওশন এরশাদের ক্ষোভ

আপডেট টাইম : ১০:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫

পৌরসভা নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দেহে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের কর্মসূচিতে ডাকা হয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার সকালে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তারা। এসময় এরশাদ ও রওশন ছাড়াও দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এরশাদ বলেন, আগামী পৌরনির্বাচন সুষ্ঠু হয় কিনা সন্দেহ রয়েছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা আল্লাহই ভালো জানেন। যদি আওয়ামী লীগ সুষ্ঠু নিবাচন করতে পারে তাহলে মানুষ অতীত অপকর্ম ভুলে যাবে। তিনি বলেন, এখন পর্যন্ত জোটগতভাবে নির্বাচন করে কোনো সুফল পাইনি। তাই জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। নির্বাচন কমিশনের কাছে আমরা ১০ দিন সময় চেয়েছি। আশা করি, সাতদিন হলেও সময় দেবে তারা। রওশন এরশাদ বলেন, দলের এসব কার্যক্রমে আমাকে কখনো ঢাকা হয় না। আজকে এসেছি। আমি শুধু এটুকু বলবো, আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ার বিষয়ে পরামর্শ দেন রওশন এরশাদ।