হাওর বার্তা ডেস্কঃ স্মার্টফোনের কারণে আমাদের প্রাত্যহিক জীবনের রুটিনই পরিবর্তন হয়ে গেছে। যেমন, এখন সবকিছুতেই আমরা টাচস্ক্রিন প্রযুক্তি খুঁজি। যদিও ল্যাপটপ থেকে টেলিভিশন সব কিছুই টাচস্ক্রিন প্রযুক্তির আছে। তবে দামের কারণে অনেকে তা নিতে পারেন না। তাদের জন্য সুখবর, ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে যেকোনো সাধারণ স্ক্রিনকে টাচ স্ক্রিনে পরিণত করা যায়।
যন্ত্রটির নাম গ্লামস। স্যামসাংয়ের সাবেক এক কর্মী এটি উদ্ভাবন করেছেন। আর এজন্য কোনো অ্যাপও ইনস্টল করতে হয় না। ইঞ্চি দেড়েকের এ ছোট্ট ডিভাইসটি আপনার টিভি কিংবা ল্যাপটপকে করে তুলতে পারে টাচস্ক্রিন। আরো বিস্তারিত বললে বলা যায়, ইশারায় চালানো যাবে স্ক্রিনকে। কেননা গ্লামস ব্যবহারে স্ক্রিনকে ছুঁতে হয় না। স্ক্রিন থেকে দূরে থেকেই ইশারায় করা যাবে কাজ। প্রায় তিন ফুটেরও বেশি দূর থেকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করা যাবে গ্লামসে।
যদিও এটা একটি প্রোটোটাইপ স্টেজের ডিভাইস। এর জন্য এখনও তহবিল সংগ্রহ করা হচ্ছে। তবে এর ‘লিডার’ প্রযুক্তির কারণে এটা বেশ সাড়া ফেলেছে। কেননা এই প্রযুক্তি গাড়িতে ব্যবহার করা হয়, সামনের কোনো বস্তুকে শনাক্ত করার জন্য। গ্লামসের দাম যদিও নির্ধারণ করা হয়নি, তবে এ বছরের মার্চে বাজারে আসার সম্ভাবনা আছে।