হাওর বার্তা ডেস্কঃ রিয়েল টাইমে বা সঙ্গে সঙ্গে আলাপচারিতা ভাষান্তর করার ফিচার এনেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ব্যবহারকারীরা তাদের ফোন ব্যবহার এটি করতে পারবেন।
মঙ্গলবার গুগল একটি ইভেন্টে জানায়, সামনের কয়েক মাসে এই টুলটি গুগল ট্রান্সেলেটেই পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ফিচারটি এখন কয়েকটি ভাষায় পরীক্ষামূলকভাবে চলছে। এর মধ্যে স্প্যানিশ, জার্মান এবং ফ্রেঞ্চ রয়েছে।
এই সুবিধা মানুষের ব্যক্তিগত ডিভাইসে ইনস্টল করা যাবে না। গুগলের সার্ভার থেকেই অনুবাদ শুনতে কিংবা পড়তে হবে।
গত কয়েক বছরে ভাষার ওপর অনেক বিনিয়োগ করেছে গুগল। গত বছর গুগল অ্যাসিসট্যান্সে দোভাষী মোড যুক্ত করা হয়, যেটি দুটি আলাদা ভাষায় কথা বলতে পারে। টুলটি প্রথমে বিভিন্ন স্মার্ট ডিভাইসে ছিল। ডিসেম্বর থেকে ফোনেও পাওয়া যাচ্ছে।