সহসাই হচ্ছে না আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির কাউন্সিল। চলতি বছরের শেষের দিকে কাউন্সিল হওয়ার কথা থাকলেও চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ফলে জাতীয় কাউন্সিলের আগে মহানগর কমিটি গঠন করার বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ছে।
যদিও ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ জাগো নিউজকে বলেন, ‘মহনগরের কাউন্সিল অনুষ্ঠিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সভানেত্রী চাইলে যে কোনো সময় কাউন্সিল হতে পারে।’
সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের সময় ২০০৩ সালের ১৮ জুন ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় সাবেক মেয়র মোহাম্মদ হানিফ সভাপতি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরে সরকারবিরোধী আন্দোলনে ওই কমিটি গুরুত্বর্পূর্ণ ভূমিকা পালন করে। তবে একুশে অগাস্টের গ্রেনেড হামলায় গুরুতর আহত মোহাম্মদ হানিফ ২০০৭ সালে মারা গেলে এমএ আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। দীর্ঘ ৯ বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় দলের কার্যনির্বাহী সংসদ সিদ্ধান্ত নেয় নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত পুরোনো কমিটিই বহাল থাকবে।