হাওর বার্তা ডেস্কঃ শীত ও কুয়াশার কারণে দিনাজপুরের বিভিন্ন ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। বেশীর ভাগ বীজতলার চারা হলুদ ও লালচে হয়ে গেছে। কৃষি বিভাগ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না তারা। তবে, কৃষি বিভাগ বলছে, শীত আর কুয়াশার ক্ষতি থেকে ফসল রক্ষায় নানা পরামর্শ দেয়া হচ্ছে।
চলতি মৌসুমে দিনাজপুর জেলায় রবি ফসলের চাষ হয়েছে এক লাখ ৭১ হাজার হেক্টর জমিতে। আর কিছুদিন পরেই শুরু হবে বোরো আবাদ, এখন চলছে বীজতলা তৈরির কাজ। তবে, শীত আর ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কৃষকরা বলছেন, চারা মরে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
কৃষকদের অভিযোগ, বীজতালার এমন অবস্থা হলেও, কৃষি বিভাগ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না তারা।
তবে, জেলা কৃষি কর্মকর্তারা জানালেন, অন্য কথা। বোরো আবাদের ওপর কুয়াশার তেমন প্রভাব পড়বে না বলে জানান তারা ।
এদিকে হিলিতেও তীব্র শীত আর ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। অনেকে পলিথিন দিয়ে ঢেকে রেখে চারা রক্ষার চেষ্টা করছেন।
কৃষি বিভাগ বলছে, এমন পরিস্থিতিতে চাষীদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।
চলতি মৌসুমে রবি শস্যের সম্ভাব্য ক্ষতি এড়াতে সরকারের বিশেষ নজরদারীর দাবি জানিয়েছেন কৃষকরা।