ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গহীন পাহাড় থেকে উদ্ধার করা যুবক হাসপাতালে মারা গেছেন ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত নদীবন্দরে সতর্কতা, ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ‘হাসিনাবিরোধী আন্দোলন সম্পর্কে ভারত জানলেও হস্তক্ষেপ করতে পারেনি জ্বলছে সুন্দরবন, নিয়ন্ত্রণে ফায়ার লাইনে দেওয়া হচ্ছে পানি হাসিনা চরিত্রে অভিনয় করে অনুশোচনায় ভোগেন ফারিয়া! কি বললেন অভিনেত্রী ঈদের আগে-পরে ৬ দিন ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধে নির্দেশনা এসএসসি ঘিরে পরিপত্র জারি, ১৪৪ ধারাসহ একগুচ্ছ নির্দেশনা মদনে নায়েকপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আন্দোলনের নামে সাধারণ মানুষ হত্যা করা রাজনীতি হয় কিভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০১৫
  • ৬১৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্ভাগ্য হলো ২০১৩ সালে নির্বাচন ঠেকাতে বিএনপি আন্দোলনের নামে শতশত মানুষকে হত্যা করেছিলো, নির্বাচনকে বন্ধ করতে চেয়েছিলো। বিএনপি নেত্রী ঘোষণা দিলেন এই সরকারকে উৎখাত না করে ঘরে ফিরবেন না। উনি থাকলেন অফিসে। প্রায় ৬৫ জন মানুষ নিয়ে উনি তিন মাস গুলশান অফিসে থাকলেন। উনি এখন পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন নাই। অবরোধ এখনও আছে।’

সোমবার রাতে দশম সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘অবরোধের নামে উনি প্রায় ৫০০ জন মানুষ হত্যা করলেন। সাধারণ জনগণ যারা বাসে চড়েন, ট্রেনে চড়েন, প্রাইভেট কারে চড়েন উনার হাত থেকে কেউ বাদ যাননি। প্রায় ২ হাজার ৫৮৩টি গাড়ি উনি পুড়িয়েছেন। ১ হাজার ১৩৮টি প্রাইভেট কার, ১৮টি রেল, ৮টি লঞ্চ পুড়িয়েছেন। এইভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন বাংলাদেশে।’

তিনি বলেন, ‘আন্দোলনের নামে সাধারণ মানুষ হত্যা করা আর সাধারণ মানুষের সম্পদ ধ্বংস করা রাজনীতি হয় কিভাবে? এরপর উনি বিদেশ গেলেন। তারপর দেখি বাংলাদেশে বিদেশী হত্যা হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্রিয় এবং তারা কাজ করে যাচ্ছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার শেষ করতে না পারলে এই দেশ অভিশাপমুক্ত হতে পারবে না। এই বিচারের রায় কার্যকর হচ্ছে বলে বাংলাদেশ অভিশাপমুক্ত হতে পারছে। অভিশাপমুক্ত হতে পারছে বলেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে আইএস আছে, জঙ্গি আছে- এ ধরনের ঘোষণা দেওয়ার একটা পাঁয়তারা চলছিলো। যেসব দেশ বাংলাদেশে আইএস আছে বলার চেষ্টা করছে তাদের দেশের অবস্থার তুলনায় ৫৪ হাজার বর্গমাইলের দেশে বসবাস। সেখানে আমরা শান্তিপূর্ণ পরিবেশ রাখতে পেরেছি। যেখানে খালেদা জিয়ার আমলে প্রতিদিনই খুন-খারাবী লেগেই থাকতো, সেখান থেকে আমরা ধীরে ধীরে শান্তিপূর্ণ অবস্থায় যাচ্ছি। পৃথিবীর অনেক মুসলিম অধ্যুষিত দেশেই কোনো না কোনো অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। একমাত্র বাংলাদেশেই এখন অনেকটা নিরাপদ আছে।’

বাংলাদেশে আইএস বা জঙ্গিরা যেন আশ্রয় না পায় সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যে যত ষড়যন্ত্র করুক বাংলাদেশের অগ্রযাত্রা রোধ করতে পারবে না। আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশ নয়, উচ্চ আয়ের দেশেই পরিণত হবো।’

প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধ সত্তেও আমরা ৬ দশমিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। প্রায় দেড় কোটি বেকারকে আমরা কর্মসংস্থান দিতে সক্ষম হয়েছি। ৩৮ লাখের মতো বিদেশে পাঠিয়েছি। ১০০ অর্থনৈতিক অঞ্চল সারা বাংলাদেশে করব। সমগ্র বাংলাদেশব্যাপী এই শিল্প গড়ে তুলতে চাই। তাহলেই কর্মসংস্থান সৃষ্টি হবে। যে এলাকায় যে পণ্য উৎপাদন হয়, সেগুলোকে সংরক্ষণ করার বিষয়ে কাজ করবে। দারিদ্র্যের হার ১৪ ভাগে নামিয়ে আনবো।

এখন আর কেউ বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গহীন পাহাড় থেকে উদ্ধার করা যুবক হাসপাতালে মারা গেছেন

আন্দোলনের নামে সাধারণ মানুষ হত্যা করা রাজনীতি হয় কিভাবে

আপডেট টাইম : ১১:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্ভাগ্য হলো ২০১৩ সালে নির্বাচন ঠেকাতে বিএনপি আন্দোলনের নামে শতশত মানুষকে হত্যা করেছিলো, নির্বাচনকে বন্ধ করতে চেয়েছিলো। বিএনপি নেত্রী ঘোষণা দিলেন এই সরকারকে উৎখাত না করে ঘরে ফিরবেন না। উনি থাকলেন অফিসে। প্রায় ৬৫ জন মানুষ নিয়ে উনি তিন মাস গুলশান অফিসে থাকলেন। উনি এখন পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন নাই। অবরোধ এখনও আছে।’

সোমবার রাতে দশম সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘অবরোধের নামে উনি প্রায় ৫০০ জন মানুষ হত্যা করলেন। সাধারণ জনগণ যারা বাসে চড়েন, ট্রেনে চড়েন, প্রাইভেট কারে চড়েন উনার হাত থেকে কেউ বাদ যাননি। প্রায় ২ হাজার ৫৮৩টি গাড়ি উনি পুড়িয়েছেন। ১ হাজার ১৩৮টি প্রাইভেট কার, ১৮টি রেল, ৮টি লঞ্চ পুড়িয়েছেন। এইভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন বাংলাদেশে।’

তিনি বলেন, ‘আন্দোলনের নামে সাধারণ মানুষ হত্যা করা আর সাধারণ মানুষের সম্পদ ধ্বংস করা রাজনীতি হয় কিভাবে? এরপর উনি বিদেশ গেলেন। তারপর দেখি বাংলাদেশে বিদেশী হত্যা হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্রিয় এবং তারা কাজ করে যাচ্ছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার শেষ করতে না পারলে এই দেশ অভিশাপমুক্ত হতে পারবে না। এই বিচারের রায় কার্যকর হচ্ছে বলে বাংলাদেশ অভিশাপমুক্ত হতে পারছে। অভিশাপমুক্ত হতে পারছে বলেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে আইএস আছে, জঙ্গি আছে- এ ধরনের ঘোষণা দেওয়ার একটা পাঁয়তারা চলছিলো। যেসব দেশ বাংলাদেশে আইএস আছে বলার চেষ্টা করছে তাদের দেশের অবস্থার তুলনায় ৫৪ হাজার বর্গমাইলের দেশে বসবাস। সেখানে আমরা শান্তিপূর্ণ পরিবেশ রাখতে পেরেছি। যেখানে খালেদা জিয়ার আমলে প্রতিদিনই খুন-খারাবী লেগেই থাকতো, সেখান থেকে আমরা ধীরে ধীরে শান্তিপূর্ণ অবস্থায় যাচ্ছি। পৃথিবীর অনেক মুসলিম অধ্যুষিত দেশেই কোনো না কোনো অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। একমাত্র বাংলাদেশেই এখন অনেকটা নিরাপদ আছে।’

বাংলাদেশে আইএস বা জঙ্গিরা যেন আশ্রয় না পায় সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যে যত ষড়যন্ত্র করুক বাংলাদেশের অগ্রযাত্রা রোধ করতে পারবে না। আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশ নয়, উচ্চ আয়ের দেশেই পরিণত হবো।’

প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধ সত্তেও আমরা ৬ দশমিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। প্রায় দেড় কোটি বেকারকে আমরা কর্মসংস্থান দিতে সক্ষম হয়েছি। ৩৮ লাখের মতো বিদেশে পাঠিয়েছি। ১০০ অর্থনৈতিক অঞ্চল সারা বাংলাদেশে করব। সমগ্র বাংলাদেশব্যাপী এই শিল্প গড়ে তুলতে চাই। তাহলেই কর্মসংস্থান সৃষ্টি হবে। যে এলাকায় যে পণ্য উৎপাদন হয়, সেগুলোকে সংরক্ষণ করার বিষয়ে কাজ করবে। দারিদ্র্যের হার ১৪ ভাগে নামিয়ে আনবো।

এখন আর কেউ বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না।