২৩৫টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে দু’একদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্যর কমিশন প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার দুপুরে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সন্ধ্যার পর আচরণ বিধিমালা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসির সংশ্লিষ্ট শাখা। কমিশন থেকে সোমবার দুপুরের মধ্যে দু’টি বিধিমালার ভেটিং সম্পন্ন করে ফেরত পাঠানোর জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১১ সালে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।