দেশে হরতাল নেই, পাকিস্তানে হতে পারে। জামায়াতকে যত তাড়াতাড়ি নিষিদ্ধ করা যায় ততোই মঙ্গল। সোমবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব -উল আলম হানিফ। হানিফ বলেন, দলটি পাকিস্তানের ভাবরাধায় বিশ্বাসী। এ কারণে যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকরের পর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতনেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ক্ষমা চেয়েছিলেন। মার্সি পিটিশনের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় ছিল। তারা মার্সি পিটিশন যদি না করে থাকে তাহলে মন্ত্রণালয়গুলো কীভাবে আইনি প্রক্রিয়া চালাল। তিনি বলেন, এ রায় কার্যকর করার ক্ষেত্রে অন্য কোনো বাধা ছিল না। বিএনপি-জামায়াত এবং দুই পরিবারের পক্ষ থেকে যা বলা হচ্ছে তা জনগণকে বিভ্রান্ত করার জন্য। জামায়াতের হরতাল নিয়ে হানিফ বলেন, কোথাও হরতালের চিহ্ন নেই। পাকিস্তানে হরতাল হচ্ছে কিনা তা আমার জানা নেই। আগামীতে সব হত্যার বিচার হবে। সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, সুদীপ রায় নন্দী উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
দেশে নেই, পাকিস্তানে হতে পারে
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০১৫
- ২৩৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ