হাওর বার্তা ডেস্কঃ গুগলের মূল কোম্পানি আলফাবেট ইনকর্পোরেটেডের নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আগের থেকে অনেক বেশি বেতন পাবেন সুন্দর পিচাই।
ব্লুমবার্গ জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে পিচাই বাৎসরিক বেতন পাবেন ২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা!
এটি শুধু বেতন। সামনের তিন বছরে গুগলের সব টার্গেট পূরণ করতে পারলে স্টক অ্যাওয়ার্ড হিসেবে পাবেন আরও ২৪০ মিলিয়ন ডলার! এছাড়া শেয়ার বাজারে গুগলের এস অ্যান্ড পি ১০০ ইনডেক্স ছাড়িয়ে গেলে পাবেন আরও ৯০ মিলিয়ন ডলার!
চলতি মাসের শুরুতে গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন পদত্যাগ করলে পিচাই আসেন দায়িত্বে।
পিচাইয়ের ‘অতিরিক্ত’ বেতন নিয়ে গুগলকর্মীদের ভেতর আগে থেকেই ক্ষোভ আছে। ২০১৮ সালে সব মিলিয়ে তিনি পেয়েছিলেন ১.৯ মিলিয়ন ডলার।
চলতি বছর গুগলের একটি মিটিংয়ে এক কর্মী প্রশ্ন করেন, ‘যেখানে অনেকে সিলিকন ভ্যালিতে বসবাস করতে হিমশিম খাচ্ছেন, সেখানে পিচাইয়ের বেতন এত বেশি কেন?’ ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মিটিংয়ে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায়।
২১ বছর আগে গুগল তৈরি করার পর ল্যারি এবং সের্গেই ২০১৫ সালে আলফাবেট ইনকর্পোরেটেড নামে মূল প্রতিষ্ঠানের কার্যক্রম চালাতে থাকেন। তারা পদত্যাগ করলেও প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এবং সহপ্রতিষ্ঠাতা হিসেবে যোগাযোগ রাখবেন।