পাঁচ বছরের শিশুর বার্ষিক আয় ১৪৪ কোটি টাকা

হাওর বার্তা ডেস্কঃ পাঁচ বছরের এই শিশু ইউটিউব থেকে বার্ষিক আয় করে প্রায় ১৪৪ কোটি টাকা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে এ তথ্য উঠে আসে। শিশুটির নাম আনাস্তাসিয়া রাডজিনস্কায়া। ইন্টারনেটে সে ন্যাস্তিয়া নামেও পরিচিত।

 Image result for ন্যাস্তিয়ার ছবি

ন্যাস্তিয়ার পরিবার অন্তত ছয়টি ইউটিউব চ্যানেল চালায়, যেখানে ন্যাস্তিয়া ও তার বাবা মিলে বিভিন্ন গেম, নার্সারি স্তরের কবিতা আবৃত্তি, ভালো আচরণ সম্পর্কিত ভিডিও আপলোড করে। ইউটিউবে ন্যাস্তিয়ার সব থেকে জনপ্রিয় চ্যানেলটির সাবসক্রাইবারের সংখ্যা এখন ৪ কোটি ২৪ লাখের বেশি।

 

ফোর্বসের হিসাব অনুযায়ী, গত বছর ছয়টি ইউটিউব চ্যানেল থেকে আয় হয়েছে ১ কোটি ৮০ লাখ ডলার (১৪৪ কোটি টাকা)।

ন্যাস্তিয়ার জন্ম রাশিয়ার ক্রাসনোদার এলাকায়। গত বছর তারা যুক্তরাষ্ট্রে চলে যায়। এখন তারা ফ্লোরিডার বাসিন্দা। তাদের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে গেছে যে, বেশ কিছু বড়ো ব্র্যান্ড প্রচুর টাকার বিনিময়ে ন্যাস্তিয়ার সঙ্গে পার্টনারশিপে কাজ করছে। এমনটাই দাবি করেছে কিছু সংবাদমাধ্যম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর