ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইলেকট্রিক গাড়ির জগতে নাম লেখাল টাটা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার ইলেকট্রিক গাড়ির জগতে নাম লেখাল ভারতের টাটা মোটরস। দেশটিতে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ার প্রেক্ষিতে এই পণ্য আনে জায়ান্ট গাড়ি কোম্পানিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার টাটা মোটরস তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি এসিইউভি নেক্সন লঞ্চ করে। ভারতে ইলেকট্রিক গাড়ির বাজারে তৃতীয় স্থানে আছে নেক্সন।

কোম্পানিটি জানায়, নেক্সন সিরিজে মোট তিনটি গাড়ি নিয়ে আসা হবে। সেগুলো হলো, নেক্সন এক্সএম, এক্সজেড প্লাস এবং এক্সজেড প্লাস লাক্স।

২০২০ সালের শুরুতে গ্রাহকদের কাছে এই গাড়ি পৌঁছাবে। তবে গাড়ির দাম কেমন হতে পারে সে ব্যাপারে এখনো স্পষ্ট করেনি টাটা।

তবে শুক্রবার থেকে ২১ হাজার রুপি দিয়ে আগাম বুক করা যাবে এই গাড়ি।

ইলেকট্রিক গাড়িটিতে থাকছে ৩০.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যা একবার পুরো চার্জে ৩০০ কিলোমিটার যেতে পারবে।

কোম্পানিটি জানিয়েছে,  শূন্য থেকে ৬০ কিলোমিটার গতিবেগ তুলতে সময় লাগবে মাত্র ৪.৬ সেকেন্ড। ১০০ কিলোমিটার তুলতে প্রায় ১০ সেকেন্ড সময় লাগবে।

এ ছাড়া ঘণ্টা খানিকের মধ্যে ৮০ শতাংশ চার্জ সম্পূর্ণ হয়ে যাবে। তার জন্য বাড়িতে ১৫ অ্যাম্পিয়ারের সকেট বা প্লাগ পয়েন্ট থাকতে হবে। এই গাড়িতে মোটর থাকছে ৯৫ কিলোওয়াট, যা ১২৯ এইচপি, টর্ক ২৪৫ এনএম।

তবে ৩৫ মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ির সঙ্গে কানেক্ট করতে পারবেন। থাকছে রিমোট কমান্ড, অ্যালার্ট, কি-লেসএন্ট্রিও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইলেকট্রিক গাড়ির জগতে নাম লেখাল টাটা

আপডেট টাইম : ০৪:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ এবার ইলেকট্রিক গাড়ির জগতে নাম লেখাল ভারতের টাটা মোটরস। দেশটিতে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ার প্রেক্ষিতে এই পণ্য আনে জায়ান্ট গাড়ি কোম্পানিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার টাটা মোটরস তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি এসিইউভি নেক্সন লঞ্চ করে। ভারতে ইলেকট্রিক গাড়ির বাজারে তৃতীয় স্থানে আছে নেক্সন।

কোম্পানিটি জানায়, নেক্সন সিরিজে মোট তিনটি গাড়ি নিয়ে আসা হবে। সেগুলো হলো, নেক্সন এক্সএম, এক্সজেড প্লাস এবং এক্সজেড প্লাস লাক্স।

২০২০ সালের শুরুতে গ্রাহকদের কাছে এই গাড়ি পৌঁছাবে। তবে গাড়ির দাম কেমন হতে পারে সে ব্যাপারে এখনো স্পষ্ট করেনি টাটা।

তবে শুক্রবার থেকে ২১ হাজার রুপি দিয়ে আগাম বুক করা যাবে এই গাড়ি।

ইলেকট্রিক গাড়িটিতে থাকছে ৩০.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যা একবার পুরো চার্জে ৩০০ কিলোমিটার যেতে পারবে।

কোম্পানিটি জানিয়েছে,  শূন্য থেকে ৬০ কিলোমিটার গতিবেগ তুলতে সময় লাগবে মাত্র ৪.৬ সেকেন্ড। ১০০ কিলোমিটার তুলতে প্রায় ১০ সেকেন্ড সময় লাগবে।

এ ছাড়া ঘণ্টা খানিকের মধ্যে ৮০ শতাংশ চার্জ সম্পূর্ণ হয়ে যাবে। তার জন্য বাড়িতে ১৫ অ্যাম্পিয়ারের সকেট বা প্লাগ পয়েন্ট থাকতে হবে। এই গাড়িতে মোটর থাকছে ৯৫ কিলোওয়াট, যা ১২৯ এইচপি, টর্ক ২৪৫ এনএম।

তবে ৩৫ মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ির সঙ্গে কানেক্ট করতে পারবেন। থাকছে রিমোট কমান্ড, অ্যালার্ট, কি-লেসএন্ট্রিও।