ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উদ্ভাবকের খোঁজে সিজন-২’ এ বিজয়ী ৮ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ উদ্ভাবকের খোঁজে সিজন-২’ এর চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে আট দল ও উদ্ভাবক। প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া হয় বিভিন্ন অঙ্কের প্রাইজমানি।

বিজয়ীরা হ লেন- আহসান হাবীব (স্মার্ট হোয়াইট কেন), মো. ইমতিয়াজ আহমেদ (ফ্রি ফল), আবু নোমান সৈকত (জুট সাইকেল), নওশীন জাহান (ইউপিক্স), রাকিব হাসান (রিফাইন স্টিক), ফাল্গুন সেন (টেক্সট অ্যান্ড ভয়েস টু ব্রেইল ট্রান্সলেটর), তাওহীদুল ইসলাম (টিউব ইন এম্বাকমেন্ট) এবং আরাফ ইশরাক (কসমিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রোবট)।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে এবারের আসরের সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের মধ্যে প্রাইজমানি তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরীসহ সরকারি-বেসরকারি খাতের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, এমন আয়োজনের মধ্যে দিয়ে নতুন নতুন উদ্ভাবক-উদ্যোক্তা উঠে আসে। তাই এমন আয়োজন যাদের উদ্যোগ আমি তাদের প্রতি সাধুবাদ জানাই। আমি এখানে সরকারের একজন মানুষ না বরং ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা হিসাবেও ছিলাম। অন্যরাও ছিলেন। আমার বিশ্বাস আমরা দারুণ কিছু উদ্ভাবন এখানে দেখেছি।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এসব উদ্ভাবন বাংলাদেশে যেমন দরকার তেমনি বিশ্বেও ব্যাপক চাহিদা আছে। আমাদের দেশে পাঁচ কোটি গ্রাহকের একটি বড় বাজার রয়েছে, যা অনেক দেশেই নেই। এর অর্থ হচ্ছে, একটি পণ্য বা সেবা বাজারে এলে তার বিশাল বড় বাজার প্রস্তুত অবস্থায় আছে। আর তাদেরকে উৎসাহিত করতে সরকার বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেডের মাধ্যমে ১০০ কোট টাকা বরাদ্দ রেখেছে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে যেসব প্রযুক্তি সম্পর্কিত সেগুলোর গবেষণায় রাখা হয়েছে আরো ৫০ কোটি টাকা। মেইড ইন বাংলাদেশ বিশ্বে ছড়িয়ে দিতে চাই আমরা।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং ইউএনডিপি’র সহায়তায় এটুআই’র হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া এবং ইনোভেশন ল্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে ‘উদ্ভাবকের খোঁজে সিজন-২’ এর এবারের আয়োজন। এবারের চ্যাম্পিয়ন স্মার্ট হোয়াইট কেন এবং ফ্রি ফল পেয়েছে ২০ লাখ টাকা করে প্রাইজমানি। একইসঙ্গে আইসিটি বিভাগ থেকে স্মার্ট হোয়াইট কেন-কে দেওয়া হয়েছে আরও পাঁচ লাখ অনুদান। এছাড়া জুট সাইকেল, রিফাইন স্টিক এবং ইউপিক্স পেয়েছে ১০ টাকা প্রাইজমানি। পাশাপাশি আইসিটি বিভাগ থেকে রিফাইন স্টিক এবং কসমিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রোবটকে দেওয়া হয়েছে দুই লাখ করে অনুদান। আর বাকি বিজয়ীরা পেয়েছেন পাঁচ লাখ টাকা করে সিড মানি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

উদ্ভাবকের খোঁজে সিজন-২’ এ বিজয়ী ৮ দল

আপডেট টাইম : ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ উদ্ভাবকের খোঁজে সিজন-২’ এর চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে আট দল ও উদ্ভাবক। প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া হয় বিভিন্ন অঙ্কের প্রাইজমানি।

বিজয়ীরা হ লেন- আহসান হাবীব (স্মার্ট হোয়াইট কেন), মো. ইমতিয়াজ আহমেদ (ফ্রি ফল), আবু নোমান সৈকত (জুট সাইকেল), নওশীন জাহান (ইউপিক্স), রাকিব হাসান (রিফাইন স্টিক), ফাল্গুন সেন (টেক্সট অ্যান্ড ভয়েস টু ব্রেইল ট্রান্সলেটর), তাওহীদুল ইসলাম (টিউব ইন এম্বাকমেন্ট) এবং আরাফ ইশরাক (কসমিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রোবট)।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে এবারের আসরের সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের মধ্যে প্রাইজমানি তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরীসহ সরকারি-বেসরকারি খাতের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, এমন আয়োজনের মধ্যে দিয়ে নতুন নতুন উদ্ভাবক-উদ্যোক্তা উঠে আসে। তাই এমন আয়োজন যাদের উদ্যোগ আমি তাদের প্রতি সাধুবাদ জানাই। আমি এখানে সরকারের একজন মানুষ না বরং ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা হিসাবেও ছিলাম। অন্যরাও ছিলেন। আমার বিশ্বাস আমরা দারুণ কিছু উদ্ভাবন এখানে দেখেছি।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এসব উদ্ভাবন বাংলাদেশে যেমন দরকার তেমনি বিশ্বেও ব্যাপক চাহিদা আছে। আমাদের দেশে পাঁচ কোটি গ্রাহকের একটি বড় বাজার রয়েছে, যা অনেক দেশেই নেই। এর অর্থ হচ্ছে, একটি পণ্য বা সেবা বাজারে এলে তার বিশাল বড় বাজার প্রস্তুত অবস্থায় আছে। আর তাদেরকে উৎসাহিত করতে সরকার বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেডের মাধ্যমে ১০০ কোট টাকা বরাদ্দ রেখেছে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে যেসব প্রযুক্তি সম্পর্কিত সেগুলোর গবেষণায় রাখা হয়েছে আরো ৫০ কোটি টাকা। মেইড ইন বাংলাদেশ বিশ্বে ছড়িয়ে দিতে চাই আমরা।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং ইউএনডিপি’র সহায়তায় এটুআই’র হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া এবং ইনোভেশন ল্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে ‘উদ্ভাবকের খোঁজে সিজন-২’ এর এবারের আয়োজন। এবারের চ্যাম্পিয়ন স্মার্ট হোয়াইট কেন এবং ফ্রি ফল পেয়েছে ২০ লাখ টাকা করে প্রাইজমানি। একইসঙ্গে আইসিটি বিভাগ থেকে স্মার্ট হোয়াইট কেন-কে দেওয়া হয়েছে আরও পাঁচ লাখ অনুদান। এছাড়া জুট সাইকেল, রিফাইন স্টিক এবং ইউপিক্স পেয়েছে ১০ টাকা প্রাইজমানি। পাশাপাশি আইসিটি বিভাগ থেকে রিফাইন স্টিক এবং কসমিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রোবটকে দেওয়া হয়েছে দুই লাখ করে অনুদান। আর বাকি বিজয়ীরা পেয়েছেন পাঁচ লাখ টাকা করে সিড মানি।