হাওড় বার্তা ডেস্কঃ স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি অনেক দিন আগেই চলে এসেছে। তবে এত দ্রুত স্মার্টফোনের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, তা আগে কেউ ভাবেনি। ফোন চার্জে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দিন ফুরিয়ে এল। এখন মাত্র ১৭ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি! কারণ খুব শিগগিরই ১০০ ওয়াটের সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে শাওমি।
জানা গিয়েছে, শুধু শাওমি নয়, ২০২০ সালের শুরুতে সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তি যুক্ত হতে চলেছে ভিভোর একটি স্মার্টফোনে। আগামী বছর ১২০ ওয়াটের সুপার টার্বো চার্জিং প্রযুক্তি-সহ বাজারে আসতে চলেছে ভিভোর স্মার্টফোনও। জানা গিয়েছে, ভিভোর ওই ফোনটির ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে।