ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শোবিজ জগতে অল্প সময়ে অবস্হান তৈরি করেছেন মডেলিং লিয়ানা লিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ শোবিজ জগতে যে ক’জন মডেল অল্প সময়ে নিজ অবস্হান তৈরি করতে পেরেছেন তার মধ্যে অন্যতম লিয়ানা লিয়া। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও নাটক,বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে সরব হয়ে প্রশংসা কুড়িয়েছেন বেশ।

Image result for লিয়ানা লিয়া ছবি

শুরুটা হয়েছিল ২০১৭ সালে ফ্যাশন হাউসের ফটোশুটের মাধ্যমে। এরপর মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় আসেন তিনি। গায়ক ইমরান মাহমুদুলের ‘ধোঁয়া’ গানের মডেল হয়ে বেশ আলোচিত হন লিয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি। একের পর এক জনপ্রিয় শিল্পীদের গানের ভিডওতে মডেল হয়ে তাঁক লাগিয়ে দিয়েছেন অল্প সময়েই। তাকে দেখা গিয়েছে কুমার বিশ্বজিৎ, বেলাল খান, মিলন মাহমুদ, আরফিন রুমি, ইমরান, প্রত্যয় খান, মিলন প্রমুখ শিল্পীর গানের ভিডিওতে।

মিউজিক ভিডিওর বাইরে বেশিরভাগ সময়ই ফটোশুট নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। এরই মধ্যে মডেল হয়েছেন ডিবাস, রং বাংলাদেশ, মি, আলভিরাস, দেশাল, বরণসহ দেশের নামি দামি কয়েকটি ব্যান্ডের। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও নজর কেড়েছেন লিয়া। কাজ করেছেন ভিশন ইলেকট্রনিকস, আরএফএল চেয়ার, প্রাণ ডেইরি মিল্ক, প্রাণ চানাচুর,শরীফ মেলামাইনসহ বেশকিছু বিজ্ঞাপনে।

বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও নাটকে দেখা যায় নি বললেই চলে। একটি মাত্র নাটকে কাজ করেছেন লিয়া। প্রীতি দত্ত পরিচালিত ‘তোর জন্য’ নাটকে লিয়ানার বিপরীতে ছিলেন ইরফান সাজ্জাদ।

Image result for লিয়ানা লিয়া ছবি

 

অভিনয় প্রসঙ্গে লিয়ানা বলেন, অভিনয়ের চেয়ে আমি মডেলিংয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও,ফটোশুট এগুলো আমার কাছে বেশ আনন্দদায়ক মনে হয়। তবে নাটকে কাজ করলেও খুব বেছে বেছে। অনেক নাটকের প্রস্তাব পাই কিন্তু বেশিরভাগই ফিরিয়ে দেই। আমি সময় নিয়ে কাজ করতে চাই।

শোবিজ অঙ্গনের সব মাধ্যমেই দেখা গিয়েছে তাকে। সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রেও অভিনয় করেছেন লিয়ানা। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রংবাজ’ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে অভিনয় করেন তিনি। সেবছর ছবিটিতে অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছেন। সেই চলচ্চিত্রের পর টানা কয়েকটি ছবির প্রস্তাব পান লিয়ানা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত একটি ছবিতে অভিনয়ের জন্য কথাবার্তা চূড়ান্ত হওয়া স্বত্তেও ছবিটির কাজ হয় নি আর। এরপর নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর মহরত শেষে অন্তর্দ্বন্দে শুরু হয়নি ছবিটির কাজ। তাই বাধ্য হয়ে চলচ্চিত্র থেকে দূরেই রয়েছেন তিনি।

লিয়ানা বলেন, আমার প্রথম ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ কিছু ছবির প্রস্তাব পায়। কিন্তু সেগুলো একটা সময় পর্যন্ত আর ক্যামেরা পর্যন্ত গড়ায় নি তাই চলচ্চিত্রের প্রতি অনিহা চলে এসেছে। এছাড়াও এখানে নতুন যারা কাজ করতে আসে তারা শুরুতেই নোংরা রাজনীতির শিকার হয়। আমি একদমই নতুন এ মাধ্যমের জন্য, এত রাজনীতি বুঝি না। তাই এসব আমার দ্বারা সম্ভব নয়।

Image result for   লিয়ানা লিয়া ছবি

 

তিনি আরও বলেন, এখন অনেক ভালো সিনেমা হচ্ছে সত্যি, এগুলা দেখে কাজ করতে ইচ্ছে জাগে কিন্তু তারপরও সায় দিচ্ছি না। আরও সময় যাক এরপর দেখি কি হয়।

বড় পর্দার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের অভিনয়ে মুগ্ধ লিয়ানা। খুব পছন্দের একজন মানুষ। অভিনয়ের দিক দিকে শাবনূরকে আইডল মানেন লিয়ানা। আর সৌন্দর্যের দিক দিয়ে লিয়ানার পছন্দ পূর্ণিমা।

লিয়ানা বর্তমানে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত। মোহাম্মদপুর গার্লস ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন। তার বাবা নেই। মা, ভাই-বোনকে নিয়ে তার বসবাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শোবিজ জগতে অল্প সময়ে অবস্হান তৈরি করেছেন মডেলিং লিয়ানা লিয়া

আপডেট টাইম : ১০:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ শোবিজ জগতে যে ক’জন মডেল অল্প সময়ে নিজ অবস্হান তৈরি করতে পেরেছেন তার মধ্যে অন্যতম লিয়ানা লিয়া। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও নাটক,বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে সরব হয়ে প্রশংসা কুড়িয়েছেন বেশ।

Image result for লিয়ানা লিয়া ছবি

শুরুটা হয়েছিল ২০১৭ সালে ফ্যাশন হাউসের ফটোশুটের মাধ্যমে। এরপর মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় আসেন তিনি। গায়ক ইমরান মাহমুদুলের ‘ধোঁয়া’ গানের মডেল হয়ে বেশ আলোচিত হন লিয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি। একের পর এক জনপ্রিয় শিল্পীদের গানের ভিডওতে মডেল হয়ে তাঁক লাগিয়ে দিয়েছেন অল্প সময়েই। তাকে দেখা গিয়েছে কুমার বিশ্বজিৎ, বেলাল খান, মিলন মাহমুদ, আরফিন রুমি, ইমরান, প্রত্যয় খান, মিলন প্রমুখ শিল্পীর গানের ভিডিওতে।

মিউজিক ভিডিওর বাইরে বেশিরভাগ সময়ই ফটোশুট নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। এরই মধ্যে মডেল হয়েছেন ডিবাস, রং বাংলাদেশ, মি, আলভিরাস, দেশাল, বরণসহ দেশের নামি দামি কয়েকটি ব্যান্ডের। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও নজর কেড়েছেন লিয়া। কাজ করেছেন ভিশন ইলেকট্রনিকস, আরএফএল চেয়ার, প্রাণ ডেইরি মিল্ক, প্রাণ চানাচুর,শরীফ মেলামাইনসহ বেশকিছু বিজ্ঞাপনে।

বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও নাটকে দেখা যায় নি বললেই চলে। একটি মাত্র নাটকে কাজ করেছেন লিয়া। প্রীতি দত্ত পরিচালিত ‘তোর জন্য’ নাটকে লিয়ানার বিপরীতে ছিলেন ইরফান সাজ্জাদ।

Image result for লিয়ানা লিয়া ছবি

 

অভিনয় প্রসঙ্গে লিয়ানা বলেন, অভিনয়ের চেয়ে আমি মডেলিংয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও,ফটোশুট এগুলো আমার কাছে বেশ আনন্দদায়ক মনে হয়। তবে নাটকে কাজ করলেও খুব বেছে বেছে। অনেক নাটকের প্রস্তাব পাই কিন্তু বেশিরভাগই ফিরিয়ে দেই। আমি সময় নিয়ে কাজ করতে চাই।

শোবিজ অঙ্গনের সব মাধ্যমেই দেখা গিয়েছে তাকে। সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রেও অভিনয় করেছেন লিয়ানা। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রংবাজ’ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে অভিনয় করেন তিনি। সেবছর ছবিটিতে অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছেন। সেই চলচ্চিত্রের পর টানা কয়েকটি ছবির প্রস্তাব পান লিয়ানা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত একটি ছবিতে অভিনয়ের জন্য কথাবার্তা চূড়ান্ত হওয়া স্বত্তেও ছবিটির কাজ হয় নি আর। এরপর নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর মহরত শেষে অন্তর্দ্বন্দে শুরু হয়নি ছবিটির কাজ। তাই বাধ্য হয়ে চলচ্চিত্র থেকে দূরেই রয়েছেন তিনি।

লিয়ানা বলেন, আমার প্রথম ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ কিছু ছবির প্রস্তাব পায়। কিন্তু সেগুলো একটা সময় পর্যন্ত আর ক্যামেরা পর্যন্ত গড়ায় নি তাই চলচ্চিত্রের প্রতি অনিহা চলে এসেছে। এছাড়াও এখানে নতুন যারা কাজ করতে আসে তারা শুরুতেই নোংরা রাজনীতির শিকার হয়। আমি একদমই নতুন এ মাধ্যমের জন্য, এত রাজনীতি বুঝি না। তাই এসব আমার দ্বারা সম্ভব নয়।

Image result for   লিয়ানা লিয়া ছবি

 

তিনি আরও বলেন, এখন অনেক ভালো সিনেমা হচ্ছে সত্যি, এগুলা দেখে কাজ করতে ইচ্ছে জাগে কিন্তু তারপরও সায় দিচ্ছি না। আরও সময় যাক এরপর দেখি কি হয়।

বড় পর্দার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের অভিনয়ে মুগ্ধ লিয়ানা। খুব পছন্দের একজন মানুষ। অভিনয়ের দিক দিকে শাবনূরকে আইডল মানেন লিয়ানা। আর সৌন্দর্যের দিক দিয়ে লিয়ানার পছন্দ পূর্ণিমা।

লিয়ানা বর্তমানে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত। মোহাম্মদপুর গার্লস ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন। তার বাবা নেই। মা, ভাই-বোনকে নিয়ে তার বসবাস।