হাওর বার্তা ডেস্কঃ প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অ্যাপে ঠাসা থাকে আমাদের স্মার্টফোন। কিছু অ্যাপ আছে, যেগুলোর মাধ্যমে হ্যাকাররা সহজে স্মার্টফোন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আড়ি পেতে গুপ্তচরবৃত্তিও করা হয়ে থাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চেক পয়েন্ট রিচার্সের একটি বিশেষজ্ঞ দল স্মার্টফোনের জন্য ক্ষতিকর কিছু অ্যাপ চিহ্নিত করেছেন।
টেক বিশেষজ্ঞ দলটি বলেন, ‘আমরা দেখেছি যে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের কিছু বিপজ্জনক অ্যাপ এখনো রয়েছে গুগল প্লে স্টোরে। যেমন, ইয়াহু ব্রাউজার, ফেসবুক, ইনস্টাগ্রাম, শেয়ার ইট এবং উইচ্যাটসহ একাধিক জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে আপনার ফোনের ভেতরে হ্যাকারদের সহজে ঢুকে পরা সম্ভব।’
ফলে ওই সময়ের এসব অ্যাপ আনইনস্টল করার পরামর্শ দিয়েছেন তারা। ছবি তোলার জন্য রেট্রিকা ব্যবহার করেন অনেকে, যেটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে হ্যাকাররা, অ্যাপটিকেও মুছে ফেলতে পরামর্শ দিয়েছেন বিশেজ্ঞরা।
২০১৬ সালের ভাইভা ভিডিও এডিটরও ফোনের জন্য ক্ষতিকর। লাইভ এক্স লাইভের অ্যাপও স্মার্টফোনে রাখা উচিত মনে করছেন না তারা। এ ছাড়াও মোটো ভয়েস বেটা, আলি এক্সপ্রেসের অ্যাপও স্মার্টফোনের জন্য নিরাপদ নয় বলে তারা জানান।