হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে ৪ বছরের বন্যা কুমার আচার্য নামের এক শিশু আহত হয়েছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আড়ানী পৌর্ব বাজারে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার আড়ানী পৌর্ব বাজারে বিশ্বনাথ কুমার আচার্যের ৪ বছরের মেয়ে বন্যা কুমার আচার্য বাড়ির পাশে খেলা করছি। বাবা মায়ের অজান্তে ঘর থেকে দিয়াশলাই (ম্যাচ) নিয়ে বাড়ির পাশে খেড়ে আগুন জালিয়ে দেয়।
এ আগুন শিশুটির গায়ে লেগে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পুড়িয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আহত বন্যা কুমার আচার্যের মা আলপনা কুমার আচার্য বলেন, মেয়ের অবস্থা ভালো না, গরিব মানুষ। মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করাও দায় হয়ে পড়েছে। শেষ পর্যন্ত ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত ডাক্তার কিছুই বলতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন।