হাওর বার্তা ডেস্কঃ বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার একটি খাল থেকে মো. সবুজ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. সবুজ পার্শবর্তী উপজেলা মঠবাড়িয়া গোলবুনিয়া এলাকার জাকির হোসেনের ছেলে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, সবুজ, রাজু ও বশির বলেশ্বর নদীতে মাছ ধরতে যায়। রাতের কোন এক সময় নৌকাতে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তাদের নৌকা ডুবে গেলে সবুজ তলিয়ে যায়। পরে তার মরদেহ রাত সাড়ে ১১টার দিকে খাল থেকে উদ্ধার করে আজ সোমবার বেলা১২টার দিকে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।