হাওর বার্তা ডেস্কঃ বাসার ১০ তলা থেকে পড়ে মৃত্যুর পর সাত বছর বয়সী ছেলের সব অঙ্গ অন্যের জীবন বাঁচাতে দান করে দিয়েছেন মা।
নিউইয়র্কের ব্রঙ্কস রিভার হাউসে এই ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক ডেইলি নিউজের।
খবরে প্রতিবেদনে বলা হয়, ৯ নভেম্বর সাউন্ডভিউ এলাকার ওই বাসার ১০ তলার জানালা দিয়ে নিচে পড়ে যায় কিংস্টোন স্পেনসার নামের সাত বছর বয়সী ওই শিশুটি।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন ১৩ নভেম্বর শিশুটি মারা যায়।
সন্তান হারিয়ে পাগলপ্রায় হয়ে যান কিংয়ের মা রোজি মানসেবো। পরে নিজের ও সন্তানের আত্মার শান্তির জন্য তিনি কিংয়ের সব অঙ্গ অন্যের সেবায় দান করে দেন। তার এই অঙ্গ দিয়ে প্রাপ্তবয়স্ক ও শিশুসহ পাঁচজনের জীবন রক্ষা হবে।