হাওর বার্তা ডেস্কঃ এবার ‘পাসওয়ার্ড’ ছবির জন্য ঢাকায় আসছেন কলকাতার এই সময়ের আলোচিত জুটি দেব-রুক্মিনী। সঙ্গে থাকবেন নির্মাতা কমলেশ্বর মুখার্জি। আগামী ২৬ নভেম্বর তাদের ঢাকায় আসার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ম্যানেজার মো. বাদল। তিনি জানান, সাফটা চুক্তির আওতায় এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার তারকাবহুল ছবি ‘পাসওয়ার্ড’। আর ছবির প্রচারণায় ঢাকায় আসছেন তারা।
জানা গেছে, ‘পাসওয়ার্ড’ ছবির বিনিময়ে ওপার বাংলায় যাচ্ছে শাকিব খান অভিনীত এবং শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘ক্যাপ্টেন খান’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন বুবলী, মিশা সওদাগর, সম্রাট, অমিত হাসানসহ অনেকে। ছবিটি গত বছরের ২২ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরই মধ্যে ‘পাসওয়ার্ড’ বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য এলসি (লেটার অব ক্রেডিট) নেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমতি এখন প্রক্রিয়াধীন।
সংবাদ শিরোনাম
দেব-রুক্মিনী ঢাকায় আসছেন
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- ২০৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ