ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গানের প্রচার কমে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ১৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয়, মডেলিং যাই করিনা কেন; গানের সঙ্গে আমার হৃদ্যতা কিশোর বয়স থেকে। গানই আমার প্রাণ। আমি সবসময় ভালো গানের পেছনে ছুটি। ‘আনমনে’ তেমনই একটি গান। গানটির সংগীত পরিচালনা করেছেন সাকের রেজা। কথা ও সুর করেছেন মালা।
আনমনে প্রসঙ্গে
সোজাসাপটা বলতে গেলে, মিউজিক ভিডিওটিতে পাশ্চাত্যের একটি আবহ দেখানো হয়েছে। পাশ্চাত্যের মিউজিক ভিডিওতে কোনো স্টোরি থাকে না। কেবল ফিল, কালারস আর ইমোশন থাকে। এই গানটিতে ঠিক সেরকম কিছুই দেখানো হয়েছে।
গানের বিশ্লেষণ
আমি যখন গান গাওয়া শুরু করেছি, তখন পত্রিকায় গানের ভাষা, মান, সুর ও গায়কি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতো। বলা হতো, এই অ্যালবামটির এই চারটি গানের কথা একই রকম। এই তিনটা গানের সুর হৃদয় ছুঁয়েছে। এই গানটার শেষে যে টানটা দিয়েছে সেটা দারুণ। সুরটাও চমৎকার। এভাবে একেকটি বিষয় ধরে ধরে ব্যাখ্যা করা হতো। ফলে আমাদের মধ্যে ভয় কাজ করত, ভুল হলে পত্রিকায় সমালোচনা হবে। সুতারং যত্ন নিয়ে গাইতে হবে। এখন এসব হয় না। কেবল মিউজিক ভিডিও রিলিজ হয়েছে সেটাই বলা হয়। এর কারণ হচ্ছে গানকে আমরা সেলিব্রেট কম করি। গানের প্রচারটাও কমে গেছে।
কষ্টের কথা.
বিগত কয়েক বছরে আমার অন্যান্য কাজের তুলনায় গান নিয়ে আলোচনা কম হয়েছে। এটি আমার জন্য এবং পুরো ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য কষ্টের। সাম্প্রতি বছরগুলোতে বেশ কয়েকটি গান অনেক খেটে করেছি। তবও খুব বেশি কভারেজ পাইনি। আমি তো আগেই বলেছি, গানের প্রচার কমে যাচ্ছে। একটা সময় অ্যালবাম প্রকাশ নিয়ে যে উন্মাদনা ছিল, এখন সেটা নেই। এরপরও ‘আনমনে’র প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ, তারা গান প্রকাশকে উৎসবে পরিণত করেছে। গান নিয়ে যত বেশি বিচার-বিশ্লেষণ বাড়বে ততই গানের আবেদন বাড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গানের প্রচার কমে যাচ্ছে

আপডেট টাইম : ১২:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ অভিনয়, মডেলিং যাই করিনা কেন; গানের সঙ্গে আমার হৃদ্যতা কিশোর বয়স থেকে। গানই আমার প্রাণ। আমি সবসময় ভালো গানের পেছনে ছুটি। ‘আনমনে’ তেমনই একটি গান। গানটির সংগীত পরিচালনা করেছেন সাকের রেজা। কথা ও সুর করেছেন মালা।
আনমনে প্রসঙ্গে
সোজাসাপটা বলতে গেলে, মিউজিক ভিডিওটিতে পাশ্চাত্যের একটি আবহ দেখানো হয়েছে। পাশ্চাত্যের মিউজিক ভিডিওতে কোনো স্টোরি থাকে না। কেবল ফিল, কালারস আর ইমোশন থাকে। এই গানটিতে ঠিক সেরকম কিছুই দেখানো হয়েছে।
গানের বিশ্লেষণ
আমি যখন গান গাওয়া শুরু করেছি, তখন পত্রিকায় গানের ভাষা, মান, সুর ও গায়কি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতো। বলা হতো, এই অ্যালবামটির এই চারটি গানের কথা একই রকম। এই তিনটা গানের সুর হৃদয় ছুঁয়েছে। এই গানটার শেষে যে টানটা দিয়েছে সেটা দারুণ। সুরটাও চমৎকার। এভাবে একেকটি বিষয় ধরে ধরে ব্যাখ্যা করা হতো। ফলে আমাদের মধ্যে ভয় কাজ করত, ভুল হলে পত্রিকায় সমালোচনা হবে। সুতারং যত্ন নিয়ে গাইতে হবে। এখন এসব হয় না। কেবল মিউজিক ভিডিও রিলিজ হয়েছে সেটাই বলা হয়। এর কারণ হচ্ছে গানকে আমরা সেলিব্রেট কম করি। গানের প্রচারটাও কমে গেছে।
কষ্টের কথা.
বিগত কয়েক বছরে আমার অন্যান্য কাজের তুলনায় গান নিয়ে আলোচনা কম হয়েছে। এটি আমার জন্য এবং পুরো ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য কষ্টের। সাম্প্রতি বছরগুলোতে বেশ কয়েকটি গান অনেক খেটে করেছি। তবও খুব বেশি কভারেজ পাইনি। আমি তো আগেই বলেছি, গানের প্রচার কমে যাচ্ছে। একটা সময় অ্যালবাম প্রকাশ নিয়ে যে উন্মাদনা ছিল, এখন সেটা নেই। এরপরও ‘আনমনে’র প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ, তারা গান প্রকাশকে উৎসবে পরিণত করেছে। গান নিয়ে যত বেশি বিচার-বিশ্লেষণ বাড়বে ততই গানের আবেদন বাড়বে।