হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ ও সংস্কারের দাবিতে করা বিক্ষোভের পর মন্ত্রিসভাসহ পদত্যাগ করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক।
বৃহস্পতিবার সংসদীয় অধিবেশন শেষে দেশটির আমির শেখ সাবাহ আল আহমাদের কাছে পদত্যাগপত্র জমা দেন আট বছর ধরে ক্ষমতায় থাকা এ প্রধানমন্ত্রী। সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর সরকারের পক্ষ থেকে পদত্যাগপত্র দেয়া হয়।
এর আগে দেশটির অর্থমন্ত্রী ও গণপূর্ত মন্ত্রীও পদত্যাগ করেন। কুয়েতে নির্বাচিত আইনপ্রণেতারা প্রশ্নবিদ্ধ হলে কিংবা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এলে প্রায়ই মন্ত্রিসভার পদত্যাগের ঘটনা ঘটে।