ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা সত্ত্বেও ঝালকাঠিতে ইলিশ ধরার উৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ২৫৯ বার

নিষেধাজ্ঞা সত্ত্বেও ঝালকাঠিতে ইলিশ ধরার উৎসব

হাওর বার্তা ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার উৎসব চলছে। এমনকি অন্য এলাকা থেকেও জেলেরা আসছে এই এলাকায় মাছ ধরতে।ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ৯ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নির্দেশনার তোয়াক্কা না করে ঝালকাঠি ও নলছিটির জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারে ব্যস্ত। জেলা মৎস্য বিভাগের অভিযান চলা সত্ত্বেও চলছে মাছ শিকার। বিভিন্ন এলাকা থেকেও জেলেরা আসছে এই এলাকায় মাছ ধরতে।জেলেরা বলছেন, পেটের দায়ে বাধ্য হয়ে মাছ শিকার করতে হচ্ছে। আর নিষেধাজ্ঞার সময়ে মাছের দামও ভালো পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি ভিজিএফের চাল বিতরণের কথা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।জেলা মৎস্য কর্মকর্তা বাবুলকৃষ্ণ ওঝা আরটিভি অনলাইনকে বলেন, গেল দশদিনে ঝালকাঠি জেলায় ৯২টি মোবাইল কোর্ট ও ৯০টি অভিযানের মাধ্যমে চারশ কেজি মা ইলিশ, ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। ২১ জনকে কারাদণ্ড ও ৩৭ হাজার টাকা জরিমানা করে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।অপরদিকে নিষেধাজ্ঞাকালীন পুনর্বাসন ও ভিজিএফ সহায়তা আরো বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা সত্ত্বেও ঝালকাঠিতে ইলিশ ধরার উৎসব

আপডেট টাইম : ১০:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার উৎসব চলছে। এমনকি অন্য এলাকা থেকেও জেলেরা আসছে এই এলাকায় মাছ ধরতে।ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ৯ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নির্দেশনার তোয়াক্কা না করে ঝালকাঠি ও নলছিটির জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারে ব্যস্ত। জেলা মৎস্য বিভাগের অভিযান চলা সত্ত্বেও চলছে মাছ শিকার। বিভিন্ন এলাকা থেকেও জেলেরা আসছে এই এলাকায় মাছ ধরতে।জেলেরা বলছেন, পেটের দায়ে বাধ্য হয়ে মাছ শিকার করতে হচ্ছে। আর নিষেধাজ্ঞার সময়ে মাছের দামও ভালো পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি ভিজিএফের চাল বিতরণের কথা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।জেলা মৎস্য কর্মকর্তা বাবুলকৃষ্ণ ওঝা আরটিভি অনলাইনকে বলেন, গেল দশদিনে ঝালকাঠি জেলায় ৯২টি মোবাইল কোর্ট ও ৯০টি অভিযানের মাধ্যমে চারশ কেজি মা ইলিশ, ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। ২১ জনকে কারাদণ্ড ও ৩৭ হাজার টাকা জরিমানা করে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।অপরদিকে নিষেধাজ্ঞাকালীন পুনর্বাসন ও ভিজিএফ সহায়তা আরো বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলেরা।