হতদরিদ্ররা যেন চিকিৎসা বঞ্চিত না হন সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সম্মেলনে শুক্রবার দুপুর সোয়া ১২টায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষেরই চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। হতদরিদ্র মানুষ যেন দেশে চিকিৎসা বঞ্চিত না হন সে দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, স্বাচিপ সদস্যরা জনকল্যাণে কাজ করবেন। সাধারণ মানুষকে সেবা দেবেন। বিশেষ করে সাধারণ মানুষ-হতদরিদ্রদের।