হাওর বার্তা ডেস্কঃ অস্ত্রসহ ১০ মামলায় গ্রেফতার হওয়া সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনফর আলীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
(১৪ অক্টোবর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে শুনানি শেষে বিচারক জিহাদুর রহিম এ রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, তিন মামলায় মনফর আলীর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় সিলেট সদর উপজেলার পিঠারগঞ্জ বাজার থেকে চেয়ারম্যান মনফর আলীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার ও একটি ছোরা জব্দ করা করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অপহরণ ও ধর্ষণের ঘটনায় মামলা রয়েছে। এছাড়া চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ সবমিলিয়ে অন্তত ১০টি মামলা রয়েছে। গ্রেফতার মনফর আলী জালালাবাদ ইউনিয়নের কালারুকা গ্রামের মৃত হাজি মন্তাজ আলীর ছেলে।