হাওর বার্তা ডেস্কঃ টিভি নাটকের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। মাঝে বেশ কিছু দিন অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে কোনো কাজ করেননি এ অভিনেত্রী। সুস্থ হয়ে এরইমধ্যে ফের কাজে ফিরেছেন বলে জানান তিনি। সম্প্রতি প্রায় এক বছর পর ইফতেখার আহমেদ অশিনের নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন ঊর্মিলা। এ অভিনেত্রী এখন ব্যস্ত টিভি নাটকের কাজ নিয়ে। ধারাবাহিক নাটক ও একক দুটোতেই সমানতালে কাজ করছেন তিনি। বর্তমানে তার হাতে আছে নতুন দুটি ধারাবাহিক।
এরমধ্যে একটি হলো ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম। এটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এদিকে গেল সপ্তাহে শুরু করেছেন হিমু আকরামের ‘শান্তি মলম দশ টাকা’ শিরোনামের একটি ধারাবাহিকের শুটিং। একই নির্মাতার ‘আবদুল মতিনের বিরাট ইতিহাস’ শিরোনামের একটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন।