হাওর বার্তা ডেস্কঃ নুসরাত ফারিয়া। উপস্থাপনা, মডেলিংয়ের বাইরে বর্তমানে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ততা তার। ভারতের বিহারে টানা কিছুদিন শুটিং করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন এ নায়িকা। এসেই একটি জমকালো ফ্যাশন শোতে অংশ নেন। ফারিয়া বলেন, ভারতে আমার নতুন ছবি ‘ভয়’-এর বেশকিছু অংশের কাজ শেষ করে ঢাকায় ফিরলাম। আর গত শনিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড ২০১৯’ শীর্ষক এক ফ্যাশন শোতে ‘শো স্টপার’ হিসেবে জমকালো মঞ্চে হেঁটেছি। অনেকদিন পর এমন আয়োজনের একটি শোতে কাজ করে ভালো লাগছে। এদিকে দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ছবিতে এবং বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন নুসরাত ফারিয়া।
নতুন সিনেমা ‘ভয়’ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বেশ গুছিয়ে কাজ চলছে। ছবির সেট এবং লোকেশনে চমক রয়েছে। গল্পটি থ্রিলার ঘরানার। বলতে গেলে বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষজনকে নিয়ে চিন্তার কারণে মানুষ কিভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে তা নিয়েই এ ছবির গল্প। ছবিটি পরিচালনা করছেন ভারতের রাজা চন্দ। আমার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ। নুসরাত ফারিয়া এর আগে যৌথ প্রযোজনার ছবিতে এ নায়কের বিপরীতে কাজ করলেও এবার কলকাতার প্রোডাকশনে কাজ করছেন। এর আগে ফারিয়ার ‘বিবাহ অভিযান’ ছবিটি প্রথমে ভারতে এবং পরে বাংলাদেশে মুক্তি পায়। ‘ভয়’ ছবির কাজ কতদূর এগিয়েছে? ফারিয়া বলেন, আগামী ২১শে অক্টোবর থেকে শেষ ভাগের শুটিং শুরু হবে। এ ছবিতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছি। আর চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এবার টানা ১৪ দিন এ ছবির শুটিং করবো। ফারিয়া অভিনীত ‘আশিকী’, ‘বাদশা’, ‘বস-২’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ ছবিগুলো দুই বাংলায় মুক্তি পেয়েছে। ‘ভয়’-এর পর বাংলাদেশে নতুন কোনো সিনেমায় তাকে দর্শকরা দেখতে পাবেন কি? জবাবে ফারিয়া বলেন, অবশ্যই। ইফতেখার চৌধুরীর নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এর কাজ নভেম্বরে শুরুর কথা রয়েছে। এ ছবিতে কার বিপরীতে অভিনয় করবেন জানতে চাইলে ফারিয়া বলেন, এটি এখনো চূড়ান্ত হয়নি। তবে চমক থাকবে। এদিকে অক্টোবরে ঢাকাসহ সারাদেশে নুসরাত ফারিয়া অভিনীত নতুন ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পাওয়ার কথা থাকলেও সে তারিখ পেছানো হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনী। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এ ছবির মধ্য দিয়ে প্রথমবার ঢালিউড কিং শাকিব খান ও ফারিয়াকে সিনেমায় একসঙ্গে দর্শকরা দেখতে পাবেন। ছবিটি নিয়ে ফারিয়া বলেন, দারুণ কাহিনীর ছবি এটি। তবে প্রযোজকের সিদ্ধান্তে মুক্তির তারিখ পেছানো হয়েছে। আসলে ছবি মুক্তির তারিখের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রযোজনা সংস্থার। তবে ছবির ‘ও প্রিয়া’ শিরোনামের গানটি প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছি। এর বাইরে নতুন কিছু নিয়ে কি ভাবছেন? ফারিয়া বলেন, দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ছবির বাকি কাজ ‘ভয়’ ছবির পর শেষ করবো। এরইমধ্যে শুটিংয়ের নতুন তারিখ নিয়ে কথা হচ্ছে। ছবির কাহিনীটা সত্যিই আলাদা ধরনের। এ ছবিতে আমার সহশিল্পী হিসেবে তিশা আপা ও বাপ্পি চৌধুরীকে পেয়েছি। ভালো একটি কাজ হচ্ছে।